২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

নানা নাটকীয়তার পর প্রার্থিতা ফিরে পেলেন বিএনপির তোফাজ্জেল

নানা নাটকীয়তার পর প্রার্থিতা ফিরে পেলেন বিএনপির তোফাজ্জেল - নয়া দিগন্ত

চতুর্থ দফার পৌর নির্বাচনে রাজবাড়ীর সদর পৌরসভায় উৎসবমুখর পরিবেশে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ দেয়া হয়। তবে বিএনপি মনোনীত প্রার্থী মো: তোফাজ্জেল হোসেন মিয়ার উচ্চ আদালতে আপিলে প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়টি যাচাই-বাছাই প্রক্রিয়া চলমান থাকায় ‍ওই সময় তাকে প্রতীক বরাদ্দ দেয়া হয়নি। যদিও বিকেলে যাচাই-বাছাই কার্যক্রম শেষে তোফাজ্জেল হোসেন মিয়াকে ‘ধানের শীষ’ প্রতীক দেয়া হয়।

এর আগে গত মঙ্গলবার রাজবাড়ী পৌর নির্বাচনে বিএনপি’র মেয়রপ্রার্থী তোফাজ্জেল হোসেন মিয়া জানিয়েছিলেন, সুপ্রিমকোর্টের হাইকোর্ট ডিভিশনে আবেদনের প্রেক্ষিতে মনোনয়নপত্র ও প্রার্থিতা বৈধ বলে জানানো হয়।

জানা যায়, আগামী ১৪ ফেব্রুয়ারি রাজবাড়ী পৌরসভার নির্বাচন। ওই নির্বাচনের মনোনয়নপত্র বাছাই কার্যক্রম ছিল গত ১৯ জানুয়ারি। এই বাছাই কার্যক্রমে রুপালী ব্যাংকে ঋণ খেলাপীর দায়ে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী তোফাজ্জেল হোসেন মিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়। ওই ঘটনার পর তোফাজ্জেল হোসেন মিয়া রাজবাড়ীর জেলা প্রশাসকের কাছে আপিল করেন। গত ২৩ জানুয়ারি বিকেলে ছিল আপিল শুনানি। ওই শুনানিতে রিটানিং অফিসারের সিদ্ধান্ত আপিল কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে ঘোষণা করা হয়। পরে তোফাজ্জেল হোসেন মিয়া প্রার্থিতা ফিরে পেতে, সুপ্রিমকোর্টের হাইকোর্ট ডিভিশনে আবেদন করেন। মঙ্গলবার শুনানি শেষে সাবেক মেয়র তোফাজ্জেল হোসেন মিয়ার প্রার্থিতা বৈধ বলে ঘোষণা দেন।


আরো সংবাদ



premium cement