১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

৫ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল চালু

৫ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল চালু -

ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর মঙ্গলবার সকাল ৮টা থেকে ফেরি চলাচল পুনরায় চালু হয়েছে।

মাঝ নদীতে আটকা থাকা পাঁচ ফেরি ঘাটে পৌঁছেছে। সেই সাথে পাটুরিয়া ঘাট থেকে যাত্রী ও যানবাহন নিয়ে ছেড়ে গেছে ছয়টি ফেরি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা সেক্টরের ম্যানেজার মহিউদ্দিন রাসেল বলেন, মধ্যরাত থেকে পদ্মা নদীতে কুয়াশা পড়তে থাকে। ভোররাত ৩টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌদুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

ঘাটের উভয় পাশে এ সময় আটকা পড়ে নৈশকোচ, বাস, ট্রাক, প্রাইভেটকার ও মাইক্রোবাস মিলিয়ে তিন শতাধিক যানবাহন। দীর্ঘ সময় ফেরি পারাপার বন্ধ থাকায় কনকনে শীতের মধ্যে যাত্রী ও শ্রমিকরা পড়েন সীমাহীন দুর্ভোগে।

আজ সকাল ৮টার দিকে কুয়াশার তীব্রতা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়, বলেন মহিউদ্দিন রাসেল।

তিনি আরো জানান, এই নৌপথে বর্তমানে ১৬টি ফেরি রয়েছে। এখন অগ্রাধিকার ভিত্তিতে নৈশকোচ ও বাসগুলো পারাপার করা হচ্ছে। পর্যায়ক্রমে পণ্যবাহী ট্রাক পারাপার করা হবে।
সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement