২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

সাভারে সেনা সদস্যের লাশ উদ্ধার

সাভারে সেনা সদস্যের লাশ উদ্ধার - ছবি : সংগৃহীত

সাভারের বিরুলিয়া ইউনিয়নের শ্যামপুর এলাকা থেকে রোববার অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত সেনা সদস্যের নাম ফজলুল হক (৫০)। তিনি মানিকগঞ্জ জেলার শিবালয় থানার মরহুম আমিন উদ্দিন মোল্লার ছেলে। ঢাকার মতিঝিলে পপুলার লাইফ ইনসুরেন্সে কর্মরত ছিলেন।

জানা যায়, পাঁচ বছর আগে ফজলুল হক সেনাবাহিনীর সৈনিক পদ থেকে অবসর গ্রহণ করেন। পরে তিনি পপুলার লাইফ ইন্সুরেন্সে চাকরি নেন।

শনিবার বিকেলে তিনি কর্মস্থল মতিঝিলে যাওয়ার জন্য মানিকগঞ্জের নিজ বাড়ি থেকে রওনা হন। এরপর তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ থাকায় পরিবারের সাথে যোগাযোগ বন্ধ হয়ে যায়।

রোববার সকালে সাভারের বিরুলিয়া ইউনিয়নের শ্যামপুরে একটি নির্জন জায়গায় তার লাশ দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেন। এরপর পুলিশ তার লাশ উদ্ধার করে। তার মুখে সাদা মোটা কসটেপ লাগানো ছিল এবং হাত ও পা সাদা বাঁধা ছিল।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার মডেল থানা ও বিরুলিয়া ফাঁড়ি ইনচার্জ (এসআই ) অপূর্ব দত্ত জানান, নিহত ফজলুল হক পাঁচ বছর আগে সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন। ময়নাতদন্তের জন্য তার লাশ উদ্ধার করে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


আরো সংবাদ



premium cement
সাটুরিয়ায় প্রশান্তির বৃষ্টি চেয়ে সালাতুল ইসতিসকা আদায় ইরান নিয়ে মার্কিন হুঁশিয়ারি পাকিস্তানকে গাজায় গণকবরের বিষয়ে ইসরাইলের কাছে ‘জবাব’ চেয়েছে হোয়াইট হাউস দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়ন করা হলে হামাস অস্ত্র ছাড়তে রাজি শনিবার থেকে শুরু গুচ্ছ ভর্তি পরীক্ষা, প্রস্তত জবি ক্যাম্পাসগুলোতে মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন করেন বাইডেন: মুখপাত্র নোয়াখালীতে ইসতিসকার নামাজ আদায় জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব থাকবে বান্দরবানে বৃষ্টির চেয়ে চোখের পানি ফেলে বিশেষ নামাজ চকরিয়ায় যুবককে গুলি ও কুপিয়ে হত্যা, গ্রেফতার ৭ উপজেলা নির্বাচনে ব্যর্থ হলে গণতন্ত্র ক্ষুণ্ন হবে: সিইসি

সকল