২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

চালককে গলা কেটে হত্যা করে ইজিবাইক ছিনতাই

চালককে গলা কেটে হত্যা করে ইজিবাইক ছিনতাই - ছবি : প্রতীকী




ফরিদপুরে তরুণ বয়সের একজন ইজিবাইক চালককে গলা কেটে হত্যা করে ব্যাটারি চালিত ইজিবাইক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে বুধবার সকালে শহরের আলালপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের বাইপাস এলাকা থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ।

ওই ইজিবাইকচালকের নাম শুভ শিকদার (১৮)। তিনি ফরিদপুর সদরের কৈজুরি ইউনিয়নের পশরা গ্রামের ওয়াজেদ শিকদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুভর বাবা বিয়ে করে তাদের ছেড়ে চলে যাওয়ার পর শুভর মাও আরেকটি বিয়ে করেন। শুভ ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তার একটি বোন রয়েছেন। বুধবার সকাল ৮টার দিকে আলালপুর গ্রামে বাইপাস সড়কের পাশে সিদ্দিক মন্ডলের মৎস্য হ্যাচারির পুকুর পাড়ে শুভর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, মঙ্গলবার বিকেল ৪টায় বাড়ি থেকে অটো নিয়ে বের হন শুভ। রাত ৮টা পর্যন্ত তার মোবাইল ফোন চালু ছিল।

তিনি বলেন, মঙ্গলবার রাত ৮টার পর থেকে রাতের যেকোনো এক সময়ে শুভকে গলা কেটে হত্যার পর ইজিবাইকটি নিয়ে যায় দুর্বৃত্তরা। অটোবাইক ছিনতাই এর পাশাপাশি পূর্বশত্রুতার কোনো সূত্র আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

এ দিকে লাশটি উদ্ধারের পর ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন হয়। এ ব্যাপারে ফরিদপুর কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আরো সংবাদ



premium cement
আবাহনী-মোহামেডান ম্যাচে মারামারি, মাঠ ছেড়ে উঠে গেল সাদা-কালোরা কৃষক যাতে ন্যায্যমূল্য পান, সেভাবেই ধানের দাম নির্ধারণ করা হবে : কৃষিমন্ত্রী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সিএনজি ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪ ভান্ডারিয়ায় ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখতে দর্শনার্থীদের ঢল তীব্র তাপপ্রবাহের কারণে ৭ দিন স্কুল বন্ধের দাবি চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি সাম্প্রদায়িক শক্তি, এদের রুখতে হবে : ওবায়দুল কাদের সাদিক এগ্রোর ব্রাহামা জাতের গরু দেখলেন প্রধানমন্ত্রী ভারতে লোকসভা নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৬০ শতাংশ সারা বিশ্ব আজ জুলুমবাজদের নির্যাতনের শিকার : ডা. শফিকুর রহমান মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশী : পররাষ্ট্রমন্ত্রী

সকল