২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল শুরু

- ছবি - সংগৃহীত

ঘন কুয়াশায় শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে নয় ঘণ্টা বন্ধ থাকার পর মঙ্গলবার সকাল ৯টায় ফেরি চলাচল শুরু হয়েছে।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহমেদ জানান, কুয়াশা কেটে যাওয়ার পর রাতে যানবাহন লোড করে রাখা ফেরিগুলো সকাল ৯টার দিকে ছেড়ে গেছে। পদ্মার মাঝ নদীতে আটকেপড়া ফেরিগুলোও নিজ নিজ গন্তব্য রওনা হয়েছে। এখন ফেরি চলাচল স্বাভাবিক।

এর আগে সোমবার রাত ১২টার দিকে কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। এ সময় সাতটি ফেরি জন ও যান নিয়ে মাঝ পদ্মায় আটক পড়ে। আর ঘাট এলাকায় আটকা পড়ে কয়েক শতাধিক পণ্য ও যাত্রীবাহী যানবাহন।

এ নৌরুটে বর্তমানে ১৭টি ফেরি চলাচল করছে। ফেরি চলাচল শুরু হওয়া যাত্রী ও যানবাহন পারাপার স্বাভাবিক হয়েছে।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement