২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গতে চায় তারা পাকিস্তানের পা-চাটা : কৃষিমন্ত্রী

যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গতে চায় তারা পাকিস্তানের পা-চাটা : কৃষিমন্ত্রী - নয়া দিগন্ত

কৃষিমন্ত্রী ড: মো: আবদুর রাজ্জাক এমপি বলেছেন, ‘যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গতে চায় তারা আসলে বঙ্গবন্ধুর আদর্শকে ভাঙ্গতে চায়। এরা পাকিস্তানের পা-চাটা, এরা উচ্ছিষ্ট, এরা বাংলাদেশকে ১৯৪৭ সালে নিয়ে যেতে চায়। আমি তাদের হুঁশিয়ার করে বলতে চাই; আপনারা আপনাদের লক্ষ্য অর্জনে সফল হবেন না। আমরা আপনাদের বাংলার মাটি থেকে নির্মূল করবো, উৎখাত করবো।

কৃষিমন্ত্রী বৃহস্পতিবার বিকেলে গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)-এর বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কৃষি মন্ত্রণালায়ের সচিব মো: মেজবাহুল ইসলাম।

ব্রি’র মহাপরিচালক ড: মো: শাহজাহান কবীরের সভাপতিত্বে কর্মশালায় আরো বক্তব্য রাখেন, কৃষি মন্ত্রণালয়ের এপিএপুলের সদস্য এমিরেটাস প্রফেসর ড: এম এ সাত্তার মন্ডল, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মো: সায়েদুল ইসলাম, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড: শেখ মো: বখতিয়ার, কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক মো: আসাদুল্লাহ, ফাও (এফএও) প্রতিনিধি বরার্ট ডি ম্যাম্পসন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচলাক ড: মো: নাজিরুল ইসলাম। কর্মশালায় ব্রি’র পরিচালক (গবেষণা) ড: কৃষ্ণপদ হালদার ইনস্টিটিউটের গত দু’বছরের গবেষণা অগ্রগতি স্লাইড প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরেন। গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন।

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক আরো বলেন, ‘আমরা যুদ্ধাপরাধীদের বিচার করেছি। এক্ষেত্রে আমরা সফল হয়েছি। আমরা আগামী প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ করে তুলেছি। বঙ্গবন্ধু সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে দেশ স্বাধীন করেছেন। তিনি বাংলার জনগণের অর্থনৈতিক মুক্তির কথা বলেছেন। আর এ জন্য দরকার খাদ্য নিরাপত্তা।’

তিনি বলেন, ‘খাদ্য নিরাপত্তার জন্য উৎপাদন বৃদ্ধি অপরিহার্য। আমরা কৃষিকে যান্ত্রিকীকরণ, আধুনিকীকরণ ও বাণিজ্যিকীকরণ করে লাভজনক করতে চাই।’

কৃষিমন্ত্রী বলেন, প্রধনমন্ত্রী শেখ হাসিনা কৃষিবান্ধব, তিনি কৃষকদরদী, তিনি কৃষকের কল্যাণ ও তাদের অর্থনৈতিক উন্নতি চান। কৃষি ক্ষেত্রে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকলে কৃষি উৎপাদন দ্বিগুণ করা সম্ভব। আমরা চাই কৃষক ভাইয়েরা ন্যায্য মূল্য পাক, চালের মূল্যও সন্তোষজনক থাকুক।’


আরো সংবাদ



premium cement
চট্টগ্রামে জব্বারের বলীখেলার শিরোপা বাঘা শরীফের হাতে ব্রাজিল থেকে গরু আমদানি করা জটিল হলেও সম্ভব : রাষ্ট্রদূত ফার্নান্দো শপথ নিয়েছেন আপিল বিভাগের ৩ বিচারপতি তামাকের ব্যবহার রোধে কর বাড়ানোর আহ্বান ডা: জাফরুল্লাহ চৌধুরীর স্মরণসভা টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি শেষ, আদেশ ২৯ এপ্রিল জাতীয় প্রেস ক্লাব সদস্য আফতাব হোসেনের ইন্তেকাল শনিবার থেকে গুচ্ছ ভর্তি পরীক্ষায় প্রস্তুত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভিসার বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার হলেন সাব্বির আহমেদ ‘রাষ্ট্রধর্ম ইসলাম’ সংবিধানবিরোধী নয় গাজীপুরে জামায়াতের ৫ নেতাকর্মীকে পুলিশে সোপর্দ করার নিন্দা

সকল