সিংগাইরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় প্রতিবেশী গ্রেফতার
- সোহরাব হোসেন, সিংগাইর (মানিকগঞ্জ)
- ২৪ নভেম্বর ২০২০, ১৫:২৮

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামশা ইউনিয়নের সারারিয়া গ্রামে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টার মামলায় মঙ্গলবার প্রতিবেশী চান মিয়াকে (৫০) গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃত চান মিয়া ওই গ্রামের আরশেদ আলীর ছেলে ও দুই সন্তানের বাবা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রবাসীর স্ত্রীকে চান মিয়া বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতেন। এতে ওই নারী রাজী না হওয়ায় গত ৩১ অক্টোবর সকাল ৭টার দিকে বৃষ্টির সময় তার ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে চান মিয়া পালিয়ে যান। ঘটনার দুই সপ্তাহ পর মঙ্গলবার সকালে ভিকটিম থানায় মামলা দায়ের করেন।
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা সিংগাইর থানার এসআই মো: হাসানুর রহমান বলেন, চান মিয়াকে আদালতে পাঠানো হয়েছে।