২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

ফ্রান্সে বিশ্বনবীকে নিয়ে ব্যঙ্গচিত্র পদর্শনে টাঙ্গাইলে বিক্ষোভ সমাবেশ

ফ্রান্সে বিশ্বনবীকে নিয়ে ব্যঙ্গচিত্র পদর্শনে টাঙ্গাইলে বিক্ষোভ সমাবেশ - নয়া দিগন্ত

ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করার প্রতিবাদে শনিবার সকালের দিকে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। টাঙ্গাইল জেলা ইমাম ও মুয়াজ্জিন পরিষদ এর আয়োজন করে।

মিছিলটি টাঙ্গাইল কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের নিরালা মোড়, পুরাতন বাসস্ট্যান্ড, রেজিস্ট্রিপাড়া হয়ে শহীদ মিনার চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম মিছিলে অংশ নেন।

জেলা ইমাম পরিষদের সভাপতি ও কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আলহাজ্ব মাওলানা শামসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেন, রাসুলের অপমানের বিরুদ্ধে প্রতিবাদ করতে এবং একজন মুসলমান হিসেবে কর্তব্যবোধ থেকেই ফ্রান্স বিরোধী মিছিলে অংশ নিতে এসেছি।

তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, সরকার বাহাদুর আপনিও ফ্রান্সের সমস্ত পণ্য বয়কট করুন। প্রয়োজন হলে ফ্রান্সের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন ও কেন্দ্রীয় গোরস্থান মসজিদেও পেশ ইমাম মাওলানা আশরাফুজ্জামান কাশেমী। সমাবেশ থেকে ফ্রান্সের সকল পণ্য বর্জনের আহ্বান জানানো হয়।


আরো সংবাদ



premium cement