১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

মহানবী সা:-কে অবমাননার প্রতিবাদে সাভারে হেফাজতের বিক্ষোভ

মহানবী সা:-কে অবমাননার প্রতিবাদে সাভারে হেফাজতের বিক্ষোভ - ছবি : নয়া দিগন্ত

ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী সা:-কে অবমাননা করায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সাভারে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশের সাভার উপজেলা শাখা।

শুক্রবার বাদ জুমা বাসস্ট্যান্ডের সাভার সিটি সেন্টারের সামনে মিছিল-পূর্ব প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাভার ব্যাংক কলোনি মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবদুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজত ঢাকা মহানগর যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুল করীম কাসেমী।

সমাবেশে বক্তারা বলেন, ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নবীজী সা:-কে অবমাননা করা হয়েছে। রাষ্ট্রীয়ভাবে কোনো অপকর্ম করলে তার প্রতিবাদ রাষ্ট্রীয়ভাবেই হওয়া উচিৎ। কিন্তু ৯০ ভাগ মুসলমান অধ্যুষিত বাংলাদেশে এখনো কেন সরকারিভাবে কোনো প্রতিবাদ করা হয়নি, তা আমাদের বোধগম্য নয়। নবীজীর অবমাননা কোনোভাবেই বরদাশত করা হবে না। বাংলাদেশে ফ্রান্সের দূতাবাস থাকুক, দেশের একজন মুসলমানও চায় না। সুতরাং ফ্রান্সের সাথে সকল প্রকার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে।

বক্তারা আরো বলেন, বিভিন্ন আরব রাষ্ট্র ফ্রান্সের পণ্য বয়কট করেছে। সরকারিভাবে ঘোষণা চাই, ফ্রান্সের কোনো পণ্য বাংলাদেশে চলবে না, চলতে দেয়া হবে না। আগামী সংসদ অধিবেশনে ফ্রান্সে মহানবী সা:-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে নিন্দা প্রস্তাব পাস করতে হবে। সমাবেশ শেষে হাজার হাজার নবীপ্রেমিক জনতার বিশাল একটি বিক্ষোভ মিছিল ঢাকা-আরিচা মহাসড়কের শিমুলতলা, পাকিজা হয়ে সাভার সিটি সেন্টারের সামনে গিয়ে দোয়ার মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন রাজাসন মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল মান্নান পাটোয়ারী, মাওলানা ইউসুফ সাদিক হক্কানী, আল্লামা আশিকুর রহমান কাসেমী, শাইখুল হাদীস মাওলানা আনওয়ার হোসাইন কাসেমী, যাদুরচর মাদরাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা আলী আকবর কাসেমী, আনন্দপুর মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আলী আজম, মুফতি আলী আশরাফ তৈয়ব, মুফতি শাহেদ জহিরী, মুফতি রফিকুল ইসলাম সর্দার, মাওলানা নাজমুল হাসান বিন নূরী, মাওলানা কাওসার হোসাইন, মুফতি সুলতান মাহমুদ, মুফতি মাহফুজ হায়দার কাসেমী, মুফতি আমীনুল ইসলাম কাসেমী, মুফতি আলী আকরাস প্রমুখ।


আরো সংবাদ



premium cement