২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

সোনারগাঁও থেকে নিখোঁজ অটোরিকশা চালকের লাশ উদ্ধার

-

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের জামপুর ইউনিয়নের উত্তর কাজীপাড়া এলাকা থেকে নিখোঁজ অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের তিন দিন পর শুক্রবার সকালে রূপগঞ্জের ভুলতা পাওয়ার হাউজ সংলগ্ন গাবতলী এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত চালকের নাম মো: আলম (৩২)। তিনি উপজেলার জামপুর ইউনিয়নের উত্তর কাজীপাড়া গ্রামের আমিন মিয়ার ছেলে।

তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আহসান উল্লাহ জানান, গত মঙ্গলবার দুপুর ২টার দিকে মো: আলম তার ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে সন্ধ্যার দিকে নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার পর তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুজির পর না পেয়ে বুধবার আলমের বাবা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

শুক্রবার সকালে কে বা কারা তার পরিবারকে জানায়, রূপগঞ্জ উপজেলার ভুলতা পাওয়ার হাউজ এলাকায় রাস্তার পাশে একটি হাত-পা বাঁধা ও চোখ উঠানো লাশ পড়ে আছে। খবর পেয়ে আলমের পরিবার সেখানে গিয়ে আলমের লাশ নিশ্চিত করে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তিনি আরো জানান, গত ২ মাস আগেও আড়াইহাজার উপজেলায় সোনারগাঁওয়ের এক অটো চালকের হাত-পা বাঁধা চোখ উঠানো অবস্থায় লাশ উদ্ধার করা হয়। দুটি লাশের হত্যা ও অটো ছিনতাইয়ে ঘটনা দেখে মনে হচ্ছে একই চক্র কৌশলে অটো ভাড়া নিয়ে চালককে একই কায়দায় হত্যা করে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যাচ্ছে।

চক্রটি সোনারগাঁওয়ে প্রবেশ করে অটোগুলো ভাড়ায় নিয়ে যাচ্ছে তাদের ধরতে আমরা কিছু কৌশল অবলম্বন করছি। আশা করি খুব দ্রুত তাদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে পারব।


আরো সংবাদ



premium cement
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট কারীদের চিহ্নিতকরণ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ১২ দলীয় জোটের কলিং ভিসায় প্রতারণার শিকার হয়ে দেশে ফেরার সময় মারা গেল মালয়েশিয়া প্রবাসী নারায়ণগঞ্জ যুবদলের সদস্য সচিবকে আটকের অভিযোগ হাতিয়া-সন্দ্বীপ চ্যানেলে কার্গো জাহাজডুবি : একজন নিখোঁজ, ১১ জন উদ্ধার হঠাৎ অবসরের ঘোষণা পাকিস্তানের সাবেক অধিনায়কের বগুড়ায় গ্যাসের চুলার আগুনে বৃদ্ধা নিহত বগুড়ায় ধানের জমিতে পানি সেচ দেয়া নিয়ে খুন জিআই স্বীকৃতির সাথে গুণগত মানের দিকেও নজর দিতে হবে : শিল্পমন্ত্রী অনির্দিষ্টকালের জন্য বন্ধ চুয়েট, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ সখীপুরে সাবেক ও বর্তমান এমপির সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ তীব্র গরমের জন্য আওয়ামী লীগ সরকার অন্যতম দায়ী : মির্জা আব্বাস

সকল