১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

চোর যখন নিতান্তই সৎ!

শওকত আলী রতন, দোহার (ঢাকা) - ছবি : নয়া দিগন্ত

চোর হলেও লোকটা ছিলো নিতান্তই সৎ! টিনের চালা কেটে দোকানে ঢুকে নিয়েছেন মাত্র একটি ফোন। তাতেও দোকানে রেখে গিয়েছেন একটি চিরকুট ও তিন শ’ টাকা। বুধবার রাতে দোহার উপজেলার কার্তিকপুর বাজারের মিজান এন্টারপ্রাইজে অদ্ভুত এই চুরির ঘটনাটি ঘটেছে।

জানা যায়, দোকানে একাধিক মোবাইল থাকলেও চোর নিয়েছেন ভিভো ওয়াই থ্রি মডেলের একটি ফোন। চুরির পর ওই দোকানেই রেখে গিয়েছেন একটি চিরকুট ও তিন শ’ টাকা। ওই চিরকুটে ভুল বানানে লেখা ছিলো ‘তোমার দোকানের ক্ষতি না করে একটি ভিভো ফোর জি মোবাইল নিলাম। আমার কাছে টাকা নাই। পরে কমিয়ে কমিয়ে দিয়ে যাবো। ক্ষমা করবেন।’

আরো জানা যায়, বৃহস্পতিবার সকালে ব্যবসায়ী মিজান দোকান খুলে উপরের সিলিং ও টিনের চালা কাটা দেখে ভয় পেয়ে যান। তিনি ধারণা করেন হয়তো তার দোকানের সব মালামালই চোরে নিয়ে গেছেন। কিন্তু চিরকুট পাওয়ার পরে অনেকটাই ভয় কমেছে তার। দোকানের চালা কেটে মাত্র একটি ফোন নিয়ে সাথে তিন শ’ টাকা দেখে নিজেও অবাক হয়েছেন ওই ব্যবসায়ী।

ব্যবসায়ী মিজান বলছেন, এ আবার কেমন চোর! এমন চুরির ঘটনা তিনি আগে কখনো দেখেননি কিংবা শোনেননি।

এ বিষয়ে বাজারের অন্য ব্যবসায়ীরা জানান, চোরটির হয়তো একটি এনড্রয়েড মোবাইলের প্রয়োজন ছিলো তাই ফোনটি নিয়ে গেছে। আবার কেউ কেউ বলছেন চোর মশাই হয়তো প্রেমে পড়েছেন ফলে প্রেমিকাকে উপহার দেয়ার জন্যই এমন কাণ্ড করেছেন। তবে চোর যদি বিষয়টি আরেকটি চিরকুটে লিখে যেতেন তবেই স্পষ্ট ধারণা পাওয়া যেতো।

ওই ব্যবসায়ী মিজান আরো বলেন, বুধবার রাতে আমার দোকানের টিনেরচালা কেটে একটি ভিভো মোবাইল নিয়েছে সাথে একটি চিরকুট ও তিন শ’ টাকা রেখে গেছে চোর।


আরো সংবাদ



premium cement
নেতানিয়াহুসহ ইসরাইলি মন্ত্রীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করবে আইসিসি! ঢাকায় কাতারের আমিরের নামে সড়ক ও পার্ক তেহরানের প্রধান বিমানবন্দরে পুনরায় ফ্লাইট চালু হামলায় কোনো ক্ষতি হয়নি : ইরানি কমান্ডার ইরানের পরমাণু কর্মসূচির ‘কেন্দ্র’ ইস্ফাহান : সাবেক মার্কিন কর্মকর্তা মিয়ানমারের বিজিপির আরো ১৩ সদস্য বাংলাদেশে রুমায় অপহৃত সোনালী ব্যাংকের সেই ম্যানেজারকে চট্টগ্রামে বদলি দুবাইয়ে বন্যা অব্য়াহত, বিমানবন্দর আংশিক খোলা ভারতে লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু শুক্রবার সকালে ঢাকার বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ শুক্রবার সকালে ঢাকার বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’

সকল