২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

গাজীপুরে পৃথক ঘটনায় নিহত ২ জনের লাশ উদ্ধার

গাজীপুরে নিহত নিরাপত্তাকর্মী ছমেদ আলী - ছবি : নয়া দিগন্ত

গাজীপুরে পৃথক ঘটনায় নিহত নিরাপত্তাকর্মীসহ দু’জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য নিহতদের লাশ মঙ্গলবার শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন জামালপুরের ইসলামপুর থানার ঘোনাপাড়া পশ্চিম বাবনা এলাকার ছমেদ আলী (৪০) ও খুলনা জেলা সদর থানার ছোটখালপাড় এলাকার আইয়ুব আলী (৪৭)।

শ্রীপুর থানার এসআই মো. নাজমুল হকসহ স্থানীয়রা জানান, গত বুধবার শ্রীপুর উপজেলার বহেরারচালা এলাকায় এক্স সিরামিকস কারখানায় নিরাপত্তাকর্মী পদে চাকরিতে যোগ দেন ছমেদ আলী। সোমবার রাত সাড়ে ৭টার দিকে তিনি রাতের পালায় কাজে যোগ দেন। ঘণ্টাখানেক পর রাত ৮টার দিকে কারখানা ক্যাম্পাসে থাকা জলাশয়ে ছমেদ আলীর লাশ পড়ে থাকতে দেখেন ওই কারখানার কর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। তার দেহে আঘাতের কোনো আলামত পাওয়া যায়নি। তিনি মৃগী রোগী ছিলেন বলে তার স্ত্রী জানিয়েছেন। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এদিকে একই দিন মহানগরের একটি বাড়ি থেকে রাজমিস্ত্রি আইয়ুব আলীর (৪৭) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

জিএমপি’র কাশিমপুর থানার এসআই দীপঙ্কর রায় ও স্থানীয়রা জানান, গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানাধীন দক্ষিণ পানিশাইলের পূবালী হাউজিংয়ে টিপুর বাড়িতে ভাড়া থাকতেন আইয়ুব আলী। প্রায় ৯ বছর আগে প্রথম স্ত্রী তাকে ছেড়ে চলে যাওয়ার পর তিনি তিন থেকে চার বছর আগে দ্বিতীয় বিয়ে করেন। কিন্তু প্রায় দুই মাস আগে দ্বিতীয় স্ত্রীও তাকে ছেড়ে চলে যান। স্ত্রী সন্তান না থাকায় তিনি এ বাড়িতে একাই থাকতেন। গত দু’দিন ধরে তার ঘরের দরজা ভিতর থেকে বন্ধ দেখতে পায় প্রতিবেশীরা। সোমবার ওই ঘর থেকে পচা দুর্গন্ধ বের হতে থাকলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্টীলের দরজা ভেঙে ঘরে ঢুকে মেঝেতে আইয়ুব আলীর অর্ধগলিত লাশ দেখতে পায়। পরে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অসুস্থ্যতার কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


আরো সংবাদ



premium cement
ঈশ্বরগঞ্জে সংরক্ষিত নারী আসনের এমপি ব্যারিস্টার ফারজানাকে সংবর্ধনা যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনে‘ভিত্তিহীন' তথ্য ব্যবহারের অভিযোগ বাংলাদেশ সরকারের মোদির মুসলিমবিরোধী মন্তব্যের প্রতিবাদ করায় সংখ্যালঘু নেতাকে বহিষ্কার ফ্লোরিডায় বাংলাদেশ কনস্যুলেটের নতুন কনসাল জেনারেল সেহেলী সাবরীন চান্দিনায় পানিতে ডুবে একই পরিবারের দুই শিশু মৃত্যু কেএনএফ সম্পৃক্ততা : গ্রেফতার ছাত্রলীগ নেতা সম্পর্কে যা জানা গেছে দেশে টিআইএনধারীর সংখ্যা ১ কোটি ২ লাখ শ্রমজীবি মানুষের মাঝে ক্যাপ, পানি ও স্যালাইন বিতরণ করেছে ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম নোয়াখালীতে হিট স্ট্রোকে শিক্ষার্থীর মৃত্যু বাবার বাড়িতে বেড়াতে যাওয়ায় স্ত্রীর ২৭ স্থানে স্বামীর ধারালো অস্ত্রের আঘাত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ১২ উপজেলায় মানববন্ধন

সকল