২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

উপ-নির্বাচনের ফলাফল বাতিল করে আবার নির্বাচনের দাবিতে মির্জাপুরে বিএনপির মানববন্ধন

-

জাতীয় সংসদের পাবনা-৪, ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপ-নির্বাচনের ঘোষিত ফলাফল বাতিল করে পুনরায় নির্বাচনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা বিএনপিসহ সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বেলা ১১টা ২০ মিনিটে উপজেলার বংশাই রোডের বংশাই ডিজিটাল হাসপাতালের নিচে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

মানববন্ধনে দেশের চলমান অবস্থা তুলে ধরে নেতাকর্মীরা বলেন, সরকারের দলীয় সন্ত্রাসীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় ২০১৮ সালের প্রহসনের জাতীয় নির্বাচনের মতো পাবনা-৪, ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপ-নির্বাচনে জনগণের ভোটাধিকার ছিনিয়ে নেয়া হয়েছে। ওই তিন আসনের উপ-নির্বাচনে ঘোষিত ফলাফল বাতিল করে আবার নির্বাচনের দাবি জানান তারা।

এ সময় বক্তৃতা দেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশুবিষয়ক সম্পাদক টাঙ্গাইল-৭ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোড়াই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল কাদের সিকদার, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ফরিদ, মির্জাপুর যুবদলের সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক ডিএ মতিন, উপজেলা শ্রমিকদলের সভাপতি মুব্বত আলী মৃর্ধা, মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, সাধারণ সম্পাদক জুলহাস মিয়াসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।


আরো সংবাদ



premium cement

সকল