২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

টাঙ্গাইলে বিএনপির বিক্ষোভে পুলিশের বাধা

টাঙ্গাইলে বিএনপির বিক্ষোভে পুলিশের বাধা - ছবি : নয়া দিগন্ত

ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপ-নির্বাচনের ফলাফল বাতিল করে পুনরায় নির্বাচনের দাবিতে আয়োজিত টাঙ্গাইল জেলা বিএনপির বিক্ষোভ-সমাবেশে বাধা দিয়েছে পুলিশ। এতে বিক্ষোভ মিছিলটি প- হয়ে যায়।

সোমবার সকালে শহরের নিরালা মোড়ে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিএনপি নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশী বাধার মুখে পড়েন। বাধ্য হয়ে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল এতে নেতৃত্ব দেন।

সমাবেশে বক্তারা বলেন, সন্ত্রাসীদের সহায়তায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতোই ত্রাস সৃষ্টি করে বিএনপির এজেন্টদের বের করে জাল ভোট দিয়ে ভোট ডাকাতি করেছে সরকার।

ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপ-নির্বাচনের ফলাফল বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি জানান তারা।


আরো সংবাদ



premium cement