২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

রাজধানীতে বাবার ধারালো অস্ত্রের আঘাতে শিশুকন্যা নিহত, ছেলের অবস্থা আশঙ্কাজনক

বাবার ধারালো অস্ত্রের আঘাতে আহত রিজন রাব্বী - নয়া দিগন্ত

রাজধানীর হাজারীবাগ বটতলা বাজার এলাকায় একটি টিনশেড দোতলা বাড়িতে বাবা তার দুই সন্তানকে গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে নিজের গলাকেটে আত্মহত্যার চেষ্টা করেছেন। এতে রোজা (৬) নামে ওই ব্যক্তির শিশুকন্যা হাসপাতালে নেয়ার পর মারা গেছে। বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।

জানা যায়, রাজধানীর হাজারীবাগ বটতলা বাজার এলাকায় একটি টিনশেড দোতলা বাড়িতে বাবা তার দুই সন্তানকে গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে নিজের গলাকেটে আত্মহত্যার চেষ্টা করেন। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে রোজা (৬) নামে এক শিশুকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত রোজার বাবা জাবেদ (৪৫) ও তার অপর ছেলে রিজন রাব্বী (১৪) আশঙ্কাজনক অবস্থায় ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো: বাচ্চু মিয়া জানান, আহত অবস্থায় জাবেদসহ তার দুই সন্তানকে হাসপাতালে নিয়ে আসলে তাদের মধ্যে রোজাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আহত রিজনের চাচা মেহেদী হাসান জানান, হাজারীবাগ বটতলা বাজার এলাকায় জাবেদের টিনশেড দোতলা একটি বাড়ি রয়েছে। দুই সন্তানকে নিয়ে তিনি নিজ বাড়ির দোতলায় থাকতেন। বাসার নিচে তার একটি কাপড়ের দোকান রয়েছে।

তিনি আরো জানান, ঘটনার সময় রোজার মা রিমা আক্তার বাসার নিচে ছিলেন। হঠাৎ তিনি চিৎকার শুনে ঘরে ঢুকে দেখে তিনজন আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাদের তিন জনের গলায় ধারালো অস্ত্রের আঘাত ছিল। পরে তাদের দ্রুত উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রোজাকে মৃত ঘোষণা করেন। অবশ্য কী কারণে এ ঘটনা ঘটেছে তা জানাতে পারেননি মেহেদী।

হাজারীবাগ থানার ওসি সাজিদুর রহমান জানান, বিষয়টি আমরা জেনেছি। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। পারিবারিক সমাস্যার কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছি। তবুও বিস্তারিত জানার চেষ্টা চলছে।


আরো সংবাদ



premium cement
অধিকার প্রতিষ্ঠায় দেশপ্রেমিক জনতার ঐক্যের বিকল্প নেই : ডা: শফিকুর রহমান সোনাগাজীতে জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পুরস্কার পেল ২২ কিশোর গফরগাঁওয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা : আমিনুল লিবিয়ায় নিয়ে সালথার যুবককে নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেফতার ১ মনুষ্য চামড়ায় তৈরি বইয়ের মলাট সরানো হলো হার্ভাড বিশ্ববিদ্যালয় থেকে আওয়ামী লীগকে বর্জন করতে হবে : ডা: ইরান আমরা একটা পরাধীন জাতিতে পরিণত হয়েছি : মেজর হাফিজ তরুণীর লাশ উদ্ধারের পর প্রেমিকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা ভিয়েনায় মুসলিম বিশ্বের রাষ্ট্রদূতদের ইফতারে ইসলামিক রিলিজিয়াস অথোরিটি আমন্ত্রিত এবার বাজারে এলো শাওমির তৈরি বৈদ্যুতিক গাড়ি

সকল