২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

নীলা হত্যার প্রধান আসামি মিজান গ্রেফতার

- ছবি : সংগৃহীত

ঢাকার সাভারে স্কুলছাত্রী নীলা রায়কে হত্যার ঘটনায় প্রধান আসামি মিজানুর রহমানকে (২০) গ্রেফতার করেছে পুলিশ।

আজ শুক্রবার সাভার পৌরসভার উলাইল থেকে তাকে গ্রেফতার করা হয়।

এরআগে বখাটে মিজানের মা ও বাবাকে বৃহস্পতিবার গভীর রাতে মানিকগঞ্জ জেলার চারিগ্রাম এলাকা থেকে র‌্যাব আটক করেছে। আটককৃতরা হলেন আবদুর রহমান (৬০) ও নাজমুন নাহার সিদ্দিকী (৫০)। র‌্যাব-৪ সাভার ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দিন আহমেদের নেতৃত্বে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।

সাভার পৌরসভার চার নম্বর ওয়ার্ডের এ-৭৪/২ ব্যাংক কলোনির সাইদুল আলমের বাসায় তারা ভাড়া থাকতেন। উভয়ই এ মামলার দুই ও তিন নম্বর আসামি। হত্যাকাণ্ডের পর পরই মূল আসামি মিজানের সাথে তারাও আত্মগোপনে চলে যান।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর মানিকগঞ্জের আরিচা থেকে সেলিম পালোয়ান নামে মিজানের এক সহযোগিকে আটক করে পুলিশ। সে সাভার পৌরসভার পালপাড়া এলাকার হাফেজ পালোয়ানের ছেলে।

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর রাতে হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময় ভাইয়ের সামনে থেকে স্থানীয় অ্যাসেড স্কুলের দশম শ্রেণীর ছাত্রী নীলা রায়কে (১৪) তুলে নিয়ে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করে বখাটে মিজান।


আরো সংবাদ



premium cement

সকল