২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

বালিয়াকান্দি ইউএনওর প্রচেষ্টায় মা-বাবার কাছে ফিরে গেল শিহাব

বালিয়াকান্দি ইউএনওর প্রচেষ্টায় মা-বাবার কাছে ফিরে গেল শিহাব - ছবি : নয়া দিগন্ত

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলামের প্রচেষ্টায় শিহাব মুন্সী ফিরে গেল মা-বাবার কাছে।

মঙ্গলবার সন্ধ্যায় তার মা শিল্পী আক্তার ও পিতা আসাদুজ্জামান শানুর নিকট হারিয়ে যাওয়া শিহাবকে তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম। তার বাড়ি খুলনার সোনাডাঙ্গা থানার ৫৮ শের-ই-বাংলা রোডে।

ওমর আলী মোল্যা বলেন, তার ছেলে মো: আব্দুল্লা মোল্যা (২১) গত ৭ সেপ্টেম্বর আরো লোকজনসহ বাগেরহাটের খানজাহান আলীর মাজারে ভ্রমণ করার জন্য যায়। মাজারের পাশে অসহায় অবস্থায় মো: শিহাবকে (৯) পড়ে থাকতে দেখে মানবিক বিবেচনায় আমার বাড়িতে নিয়ে আসে। ছেলেটি তার বাবা, মা, গ্রাম কিছুই বলতে পারছিল না। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সমাজ সেবা অফিসারকে অবগত করা হয়।

নিখোঁজ শিহাব মুন্সীর বাবা আসাদুজজামান শানু এ ব্যাপারে সোনাডাঙ্গা মডেল থানায় গত ১০ সেপ্টেম্বর ৫১৬ নং জিডি করেন।

উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম বলেন, সংশ্লিষ্ট এলাকার প্রশাসনিক কর্মকর্তাদের সাথে কথা বলে ও প্রমানাদিসহ শিহাব মুন্সীকে তার পিতা-মাতার হাতে তুলে দেয়া হয়েছে।


আরো সংবাদ



premium cement