২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

স্বাস্থ্য কমপ্লেক্সের রুমে এবার গরুর খামার

- ছবি : সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চারটি রুম অবৈধভাবে গরুর খামার করে পরিবেশ দূষিত করার অভিযোগ উঠেছে।

হাসপাতালের জুনিয়র মেকানিক জসিম ও চালক বাইজিদ তিনটি গাভী নিয়ে খামার করেছেন। যেখানে গরুর গোমূত্র ও গোবরের গন্ধে হাসপাতালের পরিবেশ দূষিত হচ্ছে।

এতে মসজিদের মুসল্লিদের নামাজ পড়াসহ হাসপাতালের রোগী ও কোয়ার্টারে থাকা ডাক্তার, নার্সদের পরিবারের সদস্যরা রয়েছেন স্বাস্থ্য ঝুঁকিতে।

মসজিদের ইমাম মুফতি মোবিন হোসেন ও হাসপাতালের একাধিক কর্মচারী জানান, বাইজিদ ও জসিম হাসপাতালে চারটি রুম অবৈধভাবে জবর দখল করে রেখে গরুর খামারসহ তাদের ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন।

এছাড়া, হাসপাতালের জরুরি রোগীদের অ্যাম্বুলেন্স সেবা দেয়ার রাজস্ব খাতের চালক হুমায়ুন কবিরের নামে হাসপাতালে গাড়ি গ্যারেজের দ্বিতীয় তলার থাকার রুমটিও অভিযুক্তরা অবৈধভাবে দখলে রাখায় বাধ্য হয়ে হুমায়ুন কবির মলঞ্চ এলাকায় নিজ খরচে বাড়ি ভাড়ায় থাকেন। আর এ কারণে রাতে অনেক সময় অপারেশনের জরুরি রোগী মিটফোর্ড ও ঢাকা মেডিকেলে স্থানান্তর করার কাজ ব্যাহত হচ্ছে বলে জানা গেছে।

এ ব্যাপারে হুমায়ুন কবির জানান, দুইবার লিখিত অভিযোগ দিয়েও কোনো ফল পাওয়া যায়নি।

এছাড়াও জাসিম ও বাইজিদের বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ।

জানা গেছে, হাসপাতালের নতুন পানির পাম্প বসানো ৬০০ ফুট গভীরতার স্থলে ৩০০ ফুট গভীরে পানির পাম্প বসিয়ে বাজেটের অর্ধেক টাকা আত্মসাত করেছেন তারা। পুরাতন ভবন ভেঙে নতুন ভবন করার পর পুরাতন ভবনের গ্রিল, জানালা, দরজা, জিআই পানির পাইপ, পানি নিষ্কাশনের চার ইঞ্চি ঢালাই লোহার পাইপ ও রডসহ প্রায় তিন টন মালামাল কর্তৃপক্ষের অনুমিত বা কোনো প্রকার দরপত্র না করেই বিক্রি করেছেন।

জুনিয়র মেকানিক জসিম গত ১০-১২ বছর আগে ভুয়া টেকনিক্যাল সার্টিফিকেট দাখিল করে হাসপাতালে চাকরি নেন বলেও অভিযোগ উঠেছে।

হাসপাতালের অন্যান্য কর্মচারীদের অভিযোগ, জসিমের বিরুদ্ধে অভিযোগের বিষয়গুলো নিরপেক্ষ তদন্ত করলে বাস্তব প্রমাণ মিলবে।

এসব অভিযোগের বিষয়ে মেকানিক জসিম ও চালক বাইজিদ বলেন, ‘তাদের বিরুদ্ধে যে সকল অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা।’

হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মশিউর রহমান বলেন, ‘আমি মাত্র একমাস আগে এ হাসপাতালে যোগদান করেছি।’

‘হাসপাতালের কোথায় কোথায় অসঙ্গতি আছে তা আমি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব,’ যোগ করেন তিনি। ইউএনবি


আরো সংবাদ



premium cement