১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

নিখোঁজের একদিন পর চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর লাশ উদ্ধার

নিখোঁজের একদিন পর চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর লাশ উদ্ধার -

শরীয়তপুরে নিখোঁজের একদিন পর কীর্তিনাশা নদীর পাড় থেকে মেহেদী হাসান (১০) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে শরীয়তপুরের নড়িয়া উপজেলার জপসা ইউনিয়নের লক্ষীপুর গুচ্ছগ্রামের পাশে ইটের ভাটা সংলগ্ন কীর্তিনাশা নদীর পাড় থেকে ভাসমান অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করা হয়।

মেহেদী হাসান উপজেলার জপসা ইউনিয়নের লক্ষীপুর গুচ্ছগ্রামের আজহার মাদবরের ছেলে এবং একই এলাকার মুশুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শেণীর ছাত্র।

নড়িয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, মেহেদী হাসান গতকাল রোববার দুপুরের খাবার শেষে খেলতে যাওয়ার উদ্ধেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। আজ বেলা ১টার সময় তার পরিবার নড়িয়া থানায় বিষয়টি মৌখিকভাবে জানায়। এর কিছুক্ষণ পরে স্থানীয় ছোট ছোট ছেলেরা নদীতে মাছ ধরতে গিয়ে মেহেদী হাসানের ভাসমান লাশ দেখেতে পেয়ে নড়িয়া থানা পুলিশকে খবর দেয়। নড়িয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। শিশুটির পেটে ধারালো অস্ত্রের আঘাত ও মুখে কিল ঘুসির আঘাত রয়েছে।

নড়িয়া থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাফিজুর রহমান জানান, নিহত শিশুটির পেটে ও মুখে আঘাতের চিহ্ন থাকায় আমরা প্রাথমিকভাবে ধারনা করছি শিশুটিকে হত্যা করে নদীতে ফেলে দেয়া হয়েছে। এ বিষয়ে এখনো কিছুই জানা যায়নি। তবে জোরে তদন্ত চলছে এবং ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর মূল কারণ জানা যাবে।


আরো সংবাদ



premium cement
মোস্তাফিজের বিকল্প ভাবছে চেন্নাই, দলে ভিড়িয়েছে এক ইংলিশ পেসার বিদেশ যাওয়া হলো না আশরাফুলের, বাসচাপায় মামাসহ নিহত ‘সন্ত্রাসীদের ঘরে ঢুকে মারা’ বিষয়ে নরেন্দ্র মোদির মন্তব্য নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া মাতৃভূমি রক্ষা করা আমাদের প্রধান কর্তব্য : সেনাপ্রধান ব্রিটিশ হাই কমিশনারের সাথে বিএনপি নেতাদের বৈঠক ১ হাজার টাকার জন্য পেশাদার ছিনতাইকারীরা খুন করে ভ্যানচালক হারুনকে দেশের মানুষ পরিবর্তন চায় : মতিউর রহমান আকন্দ টানা ১১ জয়ে ডিপিএলের প্রথম পর্ব শেষ করলো আবাহনী দেশে করোনায় আরো একজনের মৃত্যু উপজেলা নির্বাচনে মন্ত্রী-এমপিদের স্বজনের অংশ নিতে মানা সবল-দুর্বল ব্যাংক একীভূত করার কাজ শেষ হতে কত দিন লাগবে?

সকল