২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা হত্যা মামলায় ছাত্রলীগকর্মীসহ গ্রেফতার ৩

টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা হত্যা মামলায় ছাত্রলীগকর্মীসহ গ্রেফতার ৩ - সংগৃহীত

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম তালুকদার নিক্সনকে হত্যার মামলায় এক ছাত্রলীগকর্মীসহ এজাহারভুক্ত তিন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে গোপালপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে, গোপালপুরের আজগড়া এলাকার শের আলীর ছেলে মো. সুমন, বাদশা আলমের ছেলে সুজন এবং মৃত আব্দুল আজিজের ছেলে ফারুক হোসেন। এই মামলার প্রধান আসামী সুমন ছাত্রলীগের কর্মী বলে স্থানীয়রা জানান।

ধনবাড়ি থানার ওসি মো. চান মিয়া নয়া দিগন্তকে বলেন, রোববার রাতে গোপালপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সুমন, সুজন ও ফারুককে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। থানায় তাদের জিজ্ঞাসাবাদ চলছে। মঙ্গলবার তাদের টাঙ্গাইল কোর্টে চালান করে দেয়া হবে।

উল্লেখ্য, ঈদের আগের দিন (শুক্রবার) রাতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নির্মমভাবে খুন হন নিক্সন। তার বাড়ি গোপালপুরের হাদিরা ইউনিয়নের আজগড়া গ্রামে। তবে সপরিবারে তিনি ধনবাড়ি উপজেলা সদরে থাকতেন। ওই দিন রাতে গ্রামের বাড়ি থেকে ধনবাড়ির বাসায় ফেরায় পথে তিনি হত্যাকাÐের শিকার হন। পরে তার ভাই আল মামুন বাদি হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে ধনবাড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে দলের অভ্যন্তরীণ কোন্দলেই খুন হয়েছেন নিক্সন। তিনি টাঙ্গাইলের লায়ন নজরুল ইসলাম ডিগ্রি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।


আরো সংবাদ



premium cement