১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

সেনবাগে কলেজছাত্রী ধর্ষণ চেষ্টা, ধর্ষকদের হামলায় আহত ৮

সেনবাগে কলেজছাত্রী ধর্ষণ চেষ্টা, ধর্ষকদের হামলায় আহত ৮ -

নোয়াখালীর সেনবাগে এক কলেজছাত্রীকে (১৯) ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় জড়িতদের হামলায় একই পরিবারের ৭ নারী ও ১ শিশুসহ ৮ জন জন আহত হয়েছে।

এ ঘটনায় আহত রৌশন আরা (৪৫), নিলুফার ইয়াসমিন (২০), তাসলিমা আক্তার (২৩), রেজিয়া বেগম (৩৫), সাজ্জাদুল ইসলাম নাহিদকে (১২) শনিবার রাত রাত ২টার দিকে উদ্ধার করে সেনবাগ থানা পুলিশ। তাদেরকে সেনবাগ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে নাজমুন নাহার (২৫), তাহেরা বেগম(৩৮) ও জান্নাতুল নাঈমকে (১৬) প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

রোববার বিকেলে ভিকটিমের বোন নাজমুন নাহার জানান, উপজেলার মোহাম্মদপুর ইউপির দক্ষিণ রাজারামপুর ওলিকাজী বাড়ীর তাদের পরিবারের পুরুষ সদস্য ৪ জন প্রবাসে রয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় ওই বাড়ির প্রবাসী বেলালের কন্যা লায়ন জাহাঙ্গীর আলম মানিক মহিলা কলেজের ২য় বর্ষের ছাত্রী (১৯) প্রকৃতির ডাকে বাইরে গেলে কোনো একসময় একই বাড়ির জোবায়ের হোসেন (৩২) বিল্ডিং এ ঢুকে লুকিয়ে পড়ে। ছাত্রীটি ঘুমিয়ে পড়ার পর যোবায়ের তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং ধর্ষণের চেষ্টা চালায়। এক পর্য্যায়ে ধস্তাাধস্তিতে ধর্ষণে ব্যর্থ হয়ে ভিকটিমের উরু, মুখণ্ডলে কামড়িয়ে রক্তাক্ত করে। এ সময় তার চিৎকারে পাশের ঘরে থাকা অপর মহিলারা এগিয়ে এলে যোবায়েরের লোকজন ঘরে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে। সকলকে এলোপাতাাড়ি মারধর করে।

ভিকটিম জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদেরকে ভাড়াটিয়া সন্ত্রাসীরা ভয়ভীতি প্রদর্শন করে হাসপাতাল ত্যাগে বাধ্য করেছে। বর্তমানে আমাদের পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে।

ভিকটিমের বোন নাজমুন নাহার বাদী হয়ে চিহ্নিত ৮ জনসহ অজ্ঞাত বেশকয়েকজনকে অভিযুক্ত করে সেনবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ঘটনায় অভিযুক্ত যোবায়ের জানান, আমি ধর্ষণ চেষ্টার সাথে জড়িত নই। আমাকে ফাঁসানোর জন্যই আমার বিরুদ্ধে এই অভিযোগ তোলা হয়েছে।

সেনবাগ থানার ওসি আবদুল বাতেন মৃধা জানান, মামলা রুজুর চুড়ান্ত পর্যায়ে রয়েছে। অল্প সময়ের মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করা হবে।

অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) শাহজাহান শেখ জানান, দ্রুততম সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করতে পুলিশ তৎপর রয়েছে।


আরো সংবাদ



premium cement
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি সাম্প্রদায়িক শক্তি, এদের রুখতে হবে : ওবায়দুল কাদের সাদিক এগ্রোর ব্রাহামা জাতের গরু দেখলেন প্রধানমন্ত্রী ভারতে লোকসভা নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৬০ শতাংশ সারা বিশ্ব আজ জুলুমবাজদের নির্যাতনের শিকার : ডা. শফিকুর রহমান মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশী : পররাষ্ট্রমন্ত্রী চন্দনাইশ, বাঁশখালী ও বোয়ালখালীতে ৩ জনের মৃত্যু গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল শ্যালকের অপকর্মে দুঃখ প্রকাশ করলেন প্রতিমন্ত্রী পলক রাজশাহীতে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত পাবনায় দুই গ্রুপের সংঘর্ষে হতাহত ২২

সকল