২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

গাজীপুরে তুরাগ নদীতে গোসল করতে গিয়ে তিন কলেজ ছাত্রের মৃত্যু

গাজীপুরে তুরাগ নদীতে গোসল করতে গিয়ে তিন কলেজ ছাত্রের মৃত্যু - ছবি : নয়া দিগন্ত

গাজীপুরে বন্ধুদের সাথে তুরাগ নদীতে গোসল করতে গিয়ে তিন কলেজ ছাত্র মৃত্যবরণ করেছেন। রোববার সন্ধ্যায় তাদের লাশ উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি পূর্বপাড়া এলাকার কিতাব আলীর ছেলে স্বার্ধীন (১৭), একই এলাকার শহিদুল ইসলামের ছেলে রনি মিয়া (১৮) ও কামরুল হাসানের ছেলে সাব্বির হোসেন (২০)। এদের মধ্যে রনি স্থানীয় জেনুইন রেসিডেন্সিয়াল কলেজের এইচএসসি’র শ্রেণীর ছাত্র এবং স্বাধীন এবছর স্থানীয় মর্নিসান স্কুল হতে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সাব্বির দু’বছর আগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

জিএমপির কোনাবাড়ি থানার এসআই আবু সাঈদ জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬/৭ জন শিক্ষার্থী গোসল করতে রবিবার দুপুরে নৌকা নিয়ে পার্শ্ববর্তী তুরাগ নদীর বাইমাইল বিল এলাকায় যায়। সেখানে তারা নৌকা থেকে নদীর পানিতে নেমে গোসল করতে থাকে। এসময় সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে তিনজন পানিতে তলিয়ে নিখোঁজ হয়ে যায়।

এ সময় অন্যদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসে। অনেক খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পায়নি। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরী দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘক্ষণ চেষ্টার পর সন্ধ্যায় ডুবুরীরা নিহতদের লাশ উদ্ধার করে। নিহতদের লাশ উদ্ধারের পর স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।  


আরো সংবাদ



premium cement