১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

১৭ ঘণ্টা পর ভেসে উঠলো শিশুর লাশ

-

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে পড়ে নিখোঁজের ঘটনায় ১৭ ঘণ্টা পর এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শিশুটির নাম মোঃ খায়রুল ইসলাম (৭)। শনিবার বিকালে উপজেলার অর্জুনা ইউনিয়নে চরভরুয়া গ্রামে নদীর পানিতে পড়ে নিখোঁজ হয় সে। খায়রুল গোপালপুর উপজেলার শাখারিয়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে।

জানা গেছে, শনিবার বিকেলে তার নানীর সাথে তিল শুকানোর কাজ করছিল খায়রুল। কাউকে না বলে একপর্যায়ে খায়রুল নদীর পানিতে পড়ে নিখোঁজ হয়। এ খবর পেয়ে ভূঞাপুর ফায়ার সার্ভিসের সহযোগিতায় বিকেলেই টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযানে নামেন। রাত ৮টা পর্যন্ত খুঁজেও শিশুটির সন্ধান না পেয়ে উদ্ধার অভিযান বন্ধ রাখেন ডুবুরিরা। পরে রোববার সকালে চরভরুয়া গ্রামের শাখারিয়া এলাকার স্লুচগেটের কাছে ওই শিশুর লাশ ভেসে ওঠে। পরে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের স্বজনরা খায়রুলের লাশ উদ্ধার করেন।

এ ঘটনায় ভূঞাপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মোঃ একাব্বর আলী জানান, শনিবার বিকেল ৪টার দিকে শিশু নিখোঁজের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। নদীতে পানির ব্যাপক স্রোত থাকায় উদ্ধার কাজ ব্যাহত হয়। পরে রাতে উদ্ধার কাজ বন্ধ রাখা হয়। রোববার ডুবুরি দল ভোর সকালে উদ্ধার অভিযানে যাওয়ার পথে শিশুটির লাশ ভেসে উঠার খবর জানায় পরিবারের লোকজন।


আরো সংবাদ



premium cement
ফরিদপুরের গণপিটুনিতে নিহত ২ নির্মাণশ্রমিক জাতিসঙ্ঘে ফিলিস্তিনি সদস্যপদ লাভের প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো তীব্র তাপপ্রবাহে বাড়ছে ডায়রিয়া হিটস্ট্রোক মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস : প্রধানমন্ত্রী মৌসুমের শুরুতেই আলু নিয়ে হুলস্থূল মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এত শক্তি প্রয়োগের বিষয়টি বুঝতে পারেনি ইসরাইল রাখাইনে তুমুল যুদ্ধ : মর্টার শেলে প্রকম্পিত সীমান্ত বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ নিষেধাজ্ঞার কারণে মিয়ানমারের সাথে সম্পৃক্ততায় ঝুঁকি রয়েছে : সেনাপ্রধান

সকল