১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

কাশিমপুর কারাগারে পিলখানা হত্যা মামলার সাজাপ্রাপ্ত বিডিআর সদস্যের মৃত্যু

কাশিমপুর কারাগারে পিলখানা হত্যা মামলার সাজাপ্রাপ্ত বিডিআর সদস্যের মৃত্যু -

ঢাকার পিলখানা হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সাবেক বিডিআর সদস্য শনিবার দুপুরে মারা গেছেন। তিনি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দী ছিলেন। তার নাম শেখ আশরাফ আলী (৬৯)। তিনি নড়াইল জেলার নড়াগাতী থানার দুলালগাতী এলাকার মৃত আলাউদ্দিন শেখের ছেলে। তিনি তৎকালীন বিডিআর জেসিও ছিলেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার বাহারুল ইসলাম জানান, ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহ হত্যা মামলায় সশ্রম যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শেখ আশরাফ আলী এ কারাগারে বন্দী ছিলেন। শনিবার বেলা ১১টার দিকে আশরাফ আলী হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। তাকে প্রথমে কারাগারের হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। কিন্তু সেখানে তার অবস্থার অবনতি হতে থাকলে তাকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে দুপুর ১২টা ২০ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক আশরাফ আলী শেখকে মৃত ঘোষণা করেন। পিলখানার হত্যা মামলায় ২০১৩ সালের ৫ নবেম্বর ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত তাকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রদান করেন। পিলখানার ওই ঘটনায় তার বিরুদ্ধে লালবাগ থানার আরো একটি মামলা বিচারাধীন রয়েছে। ২০১৬ সালের ২৫ মার্চ ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে এ কারাগারে স্থানান্তর করা হয়। এর আগে তাকে ২০১০ সালের ৩১ মার্চ গ্রেফতার করা হয়। তিনি তৎকালীন বিডিআর জেসিও ছিলেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


আরো সংবাদ



premium cement
তীব্র তাপপ্রবাহে বাড়ছে ডায়রিয়া হিটস্ট্রোক মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস : প্রধানমন্ত্রী মৌসুমের শুরুতেই আলু নিয়ে হুলস্থূল মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এত শক্তি প্রয়োগের বিষয়টি বুঝতে পারেনি ইসরাইল রাখাইনে তুমুল যুদ্ধ : মর্টার শেলে প্রকম্পিত সীমান্ত বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ নিষেধাজ্ঞার কারণে মিয়ানমারের সাথে সম্পৃক্ততায় ঝুঁকি রয়েছে : সেনাপ্রধান নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা চালাচ্ছে বিএনপি : কাদের রৌমারীতে বড়াইবাড়ী সীমান্তযুদ্ধ দিবস পালিত

সকল