২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

সিরাজদিখানে করোনায় স্বামীর মৃত্যুর ২০ দিন পর স্ত্রীর মৃত্যু

সিরাজদিখানে করোনায় স্বামীর মৃত্যুর ২০ দিন পর স্ত্রীর মৃত্যু -

মুন্সীগঞ্জের সিরাজদিখানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্বামী মারা যাওয়ার ২০ দিন পর স্ত্রীও মারা গেলেন করোনায়।

উপজেলার শেখরনগর ইউনিয়নে পাউসার বৃহস্পতিবার রাতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্ত্রী মারা যান।  

বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: বদিউজ্জামান জানান, চিকিৎসাধীন অবস্থায় ঢাকার বাড্ডায় এমজেট বেসরকারি হাসপাতালে ওই বৃদ্ধা মারা গেছেন। তিনি শেখরনগর ইউনিয়নের পাউসার গ্রামের বাসিন্দা। ১৫ জুন তার নমুনা সংগ্রহ করার পর ১৮ জুন করোনা শনাক্ত হয়। এরপর ২০ জুন তাকে ঢাকার বাড্ডার এমজেট হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রাত ১১ টায় তার মৃত্যু হয়েছে।

১২ জুন নিহত সালেহা বেগমের স্বামী (৯০) করোনায় মৃত্যুবরণ করেন। এর ২০ দিন পর তার স্ত্রীও মারা গেলেন করোনায়। তারা দু’জনেই সিরাজদীখান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: বদিউজ্জামানের আপন চাচা-চাচী। এ নিয়ে সিরাজদীখানে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৩২ জন। সুস্থ হয়েছেন ২৩২ জন। মৃত্যুবরণ করেছেন ৯ জন।


আরো সংবাদ



premium cement