২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

পদ্মার পানি বিপদসীমার ৩৮ সেমি ওপরে, দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল ব্যাহত

পদ্মার পানি বিপদসীমার ৩৮ সেমি ওপরে, দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল ব্যাহত -

গত ২৪ ঘণ্টায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পয়েন্টে পদ্মা নদীর পানি ৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৩৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: শফিকুল ইসলাম শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পদ্মার নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। রাজবাড়ীর তিনটি গেজ স্টেশন পয়েন্টের মধ্যে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পয়েন্টে পানি বিপদসীমার ৩৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে পদ্মা নদীর পানি বৃদ্ধির সাথে সাথে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দেখা দিয়েছে তীব্র স্রোত। ফলে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। ফেরিসহ নৌযান পারাপারে আগের তুলনায় দ্বিগুণ সময় লাগছে। এতে করে নদীর পারের অপেক্ষায় সিরিয়ালে আটকা পড়েছে প্রায় তিন শতাধিক বাস, প্রাইভেটকার ও পণ্যবাহী ট্রাক।

এছাড়া মাওয়া ঘাটের তীব্র স্রোতের কারণে গত ২দিন যাবৎ ফেরি চলাচল বন্ধ থাকায় ওই ঘাটের সব যানবাহন দৌলতদিয়া ঘাট দিয়ে পার হবার জন্য আসায় এ ঘাটে যানবাহনের জট সৃষ্টি হয়েছে ২দিন ধরে। পানির স্রোত বেড়ে যাওয়ায় এ রুটে ছোট ছোট লঞ্চ চলাচল বন্ধ করেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দৌলতদিয়া ঘাট বিআইডব্লিউটিসি সূত্রে এ তথ্য জানা গেছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট বানিজ্যিক ব্যবস্থাপক আব্দুল্লাহ আল রনি জানান, পদ্মা নদীতে পানি বৃদ্ধির সাথে গত ৩/৪ দিন ধরে বেড়েছে তীব্র স্রোত। ফলে আগের তুলনায় ফেরিগুলোকে নদী পার হতে দ্বিগুণ সময় লাগছে। নদী পারের অপেক্ষায় সিরিয়ালে শত শত যানবাহ আটকে রয়েছে।

তিনি জানান, বর্তমানে এ রুটে ছোট বড় ১৪টি ফেরি চলাচল করছে এবং দৌলতদিয়া প্রান্তে ৪টি ঘাট সচল রয়েছে। পানি বৃদ্ধির কারণে প্রতিটি ঘাট এখন হাই ওয়াটার লেভেলে ওঠানো হয়েছে।

অপরদিকে পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ার ফলে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়নের চরাঞ্চলের বাতাম, তিলসহ বিভিন্ন ক্ষেত পানিতে তলিয়ে গেছে।


আরো সংবাদ



premium cement