২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

টাঙ্গাইলে করোনায় আরো একজনের মৃত্যু, ম্যাজিস্ট্রেট-ব্যাংকারসহ নতুন আক্রান্ত ৩২

টাঙ্গাইলে করোনায় আরো একজনের মৃত্যু, ম্যাজিস্ট্রেট-ব্যাংকারসহ নতুন আক্রান্ত ৩২ -

টাঙ্গাইলে করোনায় আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মারা গেলেন ১৩ জন। আর নতুন করে আরো ৩২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ম্যাজিস্ট্রেট ও ব্যাংকার রয়েছেন। বৃহষ্পতিবার পর্যন্ত জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৬৬৯ জনে। এ দিন আরো ৮৩ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২৭৩ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৩৮৩ জন।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা: মোহাম্মদ ওয়াহিদুজ্জামান জানান, বৃহষ্পতিবার সকালে ৩২ জনের রিপোর্ট পজেটিভ আসে। নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদরে আটজন, মির্জাপুরে ১৮ জন, কালিহাতীতে দুইজন, ঘাটাইল, সখিপুর, ধনবাড়ি ও গোপালপুরে রয়েছেন একজন করে। জেলা প্রশাসকের কার্যালয়ের একজন সিনিয়র সহকারী কমিশনার, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মির্জাপুর উপজেলার জনতা ব্যাংকের একজন কর্মকর্তা রয়েছেন আক্রান্তদের তালিকায়।

এ পর্যন্ত টাঙ্গাইলের বিভিন্ন উপজেলায় আক্রান্তদের মধ্যে ভূঞাপুরে ৩০ জন, মির্জাপুরে সর্বোচ্চ ২২২ জন, ঘাটাইলে ২৭ জন, নাগরপুরে ৩৮ জন, মধুপুরে ৩৪ জন, সখীপুরে ২৩ জন, গোপালপুরে ৩৫ জন, দেলদুয়ারে ৪২ জন, ধনবাড়িতে ২৮ জন, কালিহাতীতে ৪০ জন, টাঙ্গাইল সদরে ১৩৭ জন ও বাসাইলে ১৩ জন।


আরো সংবাদ



premium cement