২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

টঙ্গীবাড়িতে মনির খুনের প্রধান আসামি নোয়াখালীতে গ্রেফতার

গ্রেফতারকৃত রাজিব হাওলাদারক (৩২) - ছবি : নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে দোকানদার মনির মাঝি (২৯) খুনের প্রধান আসামি অটোরিকশা চালক রাজিব হাওলাদারকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিনগত রাত সাড়ে ৭টার দিকে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার ওয়াসেকপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

রাজিব মুন্সীগঞ্জ সদরের মহেশপুর গ্রামের মৃত আ: বারেক হাওলাদরের ছেলে। টঙ্গীবাড়ি থানার এসআই নুর আলম মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মামলা দায়ের করার পর থেকে আত্মগোপনে ছিল আসামি রাজিব। পরে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিনগত রাতে নোয়াখালীর সোনাইমুড়ির ওয়াসেকপুর গ্রামে অভিযান পরিচালনা করে রাজিবকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, ধৃত অটোরিকশা চালক রাজিবকে শনিবার সাত দিনের রিমান্ড চেয়ে মুন্সীগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, জেলার টঙ্গীবাড়ি উপজেলার উপজেলার আলদীবাজারে গেল ২০ মে সকাল ৮টার দিকে ছুরিকাঘাতে দোকান কর্মচারী মনির মাঝি খুন হন। তিনি জেলা সদরের পূর্ব মাকহাটি গ্রামের মৃত অফিজউদ্দিনের ছেলে। এ ঘটনায় নিহতের ভাই সাজ্জাদুল ইসলাম জনি বাদী হয়ে ৭ জনকে আসামি করে টঙ্গীবাড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


আরো সংবাদ



premium cement