২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

টাঙ্গাইলে উপজেলা চেয়ারম্যান-চিকিৎসকসহ আরো ১৬ জন করোনায় আক্রান্ত

টাঙ্গাইলে উপজেলা চেয়ারম্যান-চিকিৎসকসহ আরো ১৬ জন করোনায় আক্রান্ত - প্রতীকী

টাঙ্গাইলে উপজেলা পরিষদের চেয়ারম্যান, চিকিৎসকসহ নতুন করে আরো ১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে শনিবার পর্যন্ত জেলায় আক্রান্তের সংখ্যা দাড়াঁলো ২৩৫ জনে। এ দিন আরো ৯৬ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন আছেন ১৬৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬৩ জন এবং মৃত্যু হয়েছে পাঁচজনের।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান জানান, গত ১ জুন ঢাকায় পাঠানো নমুনার মধ্যে শনিবার সকালে ১৬ জনের রিপোর্ট পজেটিভ আসে। তাদের মধ্যে মির্জাপুরে আটজন, টাঙ্গাইল সদরে চারজন, কালিহাতীতে তিনজন এবং ঘাটাইল উপজেলায় একজন। নতুন আক্রান্তদের মধ্যে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক এবং মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান রয়েছেন। আক্রান্তদের বসবাসের স্থান লকডাউন করাসহ তাদের চিকৎসার আওতায় নিয়ে আসা হয়েছে।


আরো সংবাদ



premium cement