১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

লকডাউন ভঙ্গ করায় করোনা আক্রান্ত ব্যক্তিকে জরিমানা

লকডাউন ভঙ্গ করায় করোনা আক্রান্ত ব্যক্তিকে জরিমানা - ছবি : নয়া দিগন্ত

ফরিদপুরের বোয়ালমারীতে এক করোনা রোগীকে হোম কোয়ারেন্টাইন অমান্য করে বাড়ির বাইরে আসায় ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম ঝোটন চন্দ।

জানা যায়, বোয়ালমারী পৌর সদরের দক্ষিণকামারগ্রামস্থ রবিউল ইসলাম নামে এক ব্যক্তি গত ২৫ মে করোনাভাইরাসে আক্রান্ত হয়। ওইদিনই তার বাড়িটি লকডাউন করে তাকে বাড়িতে আইসোলেশনে রাখা হয়। বৃহস্পতিবার দুপুরে দ্বিতীয় দফায় নমুনা সংগ্রহ করতে গেলে তাকে হোম কোয়ারেন্টাইন অমান্য করে বাড়ির বাইরে ঘোরাঘুরি করতে দেখা যায়। সংক্রামক ব্যাধি (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ অমান্য করায় তাকে এ জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।


আরো সংবাদ



premium cement