২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

মুন্সীগঞ্জে এক দিনে আইসোলেশনে থাকা তিনজনের মৃত্যু

মুন্সীগঞ্জে এক দিনে আইসোলেশনে থাকা তিনজনের মৃত্যু - প্রতীকী

মুন্সীগঞ্জে আইসোলেশনে করোনা উপসর্গ নিয়ে থাকা তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে ছিলো। বাকী দুইজনের করোনা উপসর্গ ছিল কিন্তু করোনায় পাঠানো সোয়াবের রিপোর্ট এখন পর্যন্ত আসেনি। বুধবার সকাল সাড়ে ৭টায় ১জন এবং বাকী দুইজন সাড়ে ১০টায় মৃত্যুবরণ করে।

উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের আইসোলেশনে কর্মরত সিনিয়র স্টাফ নার্স মনিরা হক জানান, মুন্সীগঞ্জ শহরের ইদ্রাকপুরের এক ব্যক্তি (৪৫) সকাল ৭টায় মৃত্যুবরণ করেন। একই দিন সকাল সাড়ে দশটার দিকে মোক্তার পুর এলাকার এক ব্যক্তি (৪৫) ও একই সময়ে টংগীবাড়ি উপজেলার পাইকপাড়ায় আরো এক ব্যক্তি (৫৪) মারা যান। তাদের জ্বর-সর্দি, শ্বাসকষ্ট, ডায়েবেটিকস ও কিডনী সমস্যা ছিলো।

মুন্সীগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুমন কুমার বণিক জানান, তিনজনের লাশই সদর হাসপাতালের আইসোলেশনে রয়েছে। ডব্লিউএইচও’র নির্দেশনা মোতাবেক লাশের দাফন করা হবে। মুন্সীগঞ্জ ইসলামী ফাউন্ডেশনের কর্তব্যরত লাশ দাফন কাপনে ব্যক্তিরাই যার যার পারিবারিক কবরস্থানে দাফন করবেন।


আরো সংবাদ



premium cement