২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

সোনারগাঁওয়ে নতুন ২৫ করোনা রোগী শনাক্ত

সোনারগাঁওয়ে নতুন ২৫ করোনা রোগী শনাক্ত - ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ৭৫ জনের নমুনা পরীক্ষা করে ২৫ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ১৪ জন প্রাপ্ত বয়স্ক পুরুষ, ১০ প্রাপ্ত বয়স্ক মহিলা এবং এক শিশু রয়েছে। 

তথ্য মতে এখন পর্যন্ত সোনারগাঁওয়ে ২৩৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে বুধবার পর্যন্ত সুস্থ হয়েছেন ৯২ জন। মৃত্যুবরণ করেছেন আটজন। বুধবার দুপুরে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার পলাশ কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেন।

নতুন আক্রান্তের মধ্যে সোনারগাঁও পৌরসভায় উদ্ববগঞ্জ একজন পুরুষ, বালুয়াদিঘিরপাড় একজন পুরুষ, দত্তপাড়া দুজন পুরুষ, পৌর ভবনাথপুর দুজন মহিলা, কাচঁপুর ইউনিয়নের নয়াবাড়ি একজন মহিলা, সোনাপুর একজন পুরুষ, মোগরাপাড়া ইউনিয়নের ভৈরবদী একজন পুরুষ, মোগরাপাড়া একজন পুরুষ, কোম্পানীগঞ্জ একজন পুরুষ, মাধবপুর  একজন মহিলা, জামপুর ইউনিয়নের তালতলা একজন মহিলা, জালকান্দি একজন মহিলা, পিরোজপুর ইউনিয়নের  নাগেরগাঁও একজন পুরুষ, বসুন্ধরা গ্রুপের একজন পুরুষ, ভাটিকান্দি একজন পুরুষ, আষাঢ়িয়ারচর তিন বছরের এক ছেলে শিশু,  একজন মহিলা ও একজন পুরুষ,  সাদিপুর ইউনিয়নের  হলদাবাড়ি এলাকায় একজন মহিলা, সনমান্দি ইউনিয়নের জাঙ্গাল একজন পুরুষ ও বৈদ্যেরবাজার ইউনিয়নের  সাত ভাইয়াপাড়া গ্রামের দুজন মহিলা ও একজন পুরুষ।

সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: পলাশ কুমার সাহা জানান, এ পর্যন্ত সোনারগাঁও থেকে ৯৯৬ জনের নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য পাঠানো হয়। ২৩৮ জনের করোনা শনাক্ত হয়। এদের মধ্যে আটজন মারা গেছেন। ৯২জন সুস্থ হয়েছেন।

সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার সাইদুল ইসলাম বলেন, সোনারগাঁওয়ে  দিন দিন করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সচেতন না হয়ে অবাধে চলাফেরা করার কারণে মানুষ আক্রান্ত হচ্ছে।


আরো সংবাদ



premium cement
মুসলিম শ্রমিক হত্যায় হিন্দু নেতারা চুপ কেন : প্রশ্ন হেফাজত নেতা আজিজুল হকের সাভারে বুধবার ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে গাজা ইস্যুতে শিক্ষার্থীদের বিক্ষোভ সামাল দিতে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র ফরিদপুর-খুলনা মহাসড়কে জনতার অবরোধ ভাঙতে টিয়ারশেল ও ফাঁকা গুলি বাংলাদেশ-কাতারের মধ্যে ১০টি সহযোগিতা নথি সই ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি’ মিলান ডার্বি জিতে শিরোপা পুনরুদ্ধার ইন্টারের কুমিল্লা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক আহত অপহরণের ২৬ ঘণ্টা পর সাংবাদিকের বড় ভাই উদ্ধার মালয়েশিয়ায় ২ হেলিকপ্টারের সংঘর্ষে ১০ নৌ-সদস্য নিহত প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে কাতারের আমির

সকল