২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ফরিদপুরে এসএসসিতে ফেল করায় আরেক ছাত্রীর আত্মহত্যা

ফরিদপুরে এসএসসিতে ফেল করায় আরেক ছাত্রীর আত্মহত্যা - প্রতীকী ছবি

ফরিদপুরে ভাঙ্গায় এসএসসিতে ফেল করায় আরেক পরীক্ষার্থীর আত্মহত্যা করেছে। এ নিয়ে এ উপজেলায় এই একই কারণে মোট দুই কিশোরীর মৃত্যু হলো।

গত সোমবার রাতে মারা যায় মিতু আক্তার (১৭)। সে ভাঙ্গা উপজেলার চুমুরদি ইউনিযনের পশ্চিম সদরদী গ্রামে ইউসুফ মাতুব্বারের মেয়ে। সে পশ্চিম সদরদী উচ্চ বিদ্যালয়ের অনিয়মিত পরীক্ষার্থী ছিল।

সোমবার রাত ৯টার দিকে বসত ঘরের ধানের গোলা/ডোলের ভিতর আড়ার সাথে গলায় ওড়না পেচানো জুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উপজেরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

মিতুর পরিবার ও বিদ্যালয় সূত্রে জানা যায়, মিতু আক্তার ২০১৯ সাথে ওই স্কুলের নিয়মিত পরীক্ষার্থী হিসেবে পরীক্ষা দিয়ে অকৃতকার্য হয়। এবছর ২০২০ সালে সে পুনরায় অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে পরীক্ষা দিয়ে অকৃতকার্য হয়।

এর আগে গত রোববার দুপুর ২টার দিকে ভাঙ্গা পৌরসভার কাফুরিয়া সদরদী এলাকার ওই শিক্ষার্থীর সামান্তা আক্তার (১৭)। কক্ষে ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। সেও পর পর দুইবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হয়।

সামান্তা আক্তার ভাঙ্গা পৌরসভার কাফুরিয়া সদরদী মহল্লার বাসিন্দা ওষুধ ব্যবসায়ী শাওন সিকদারের মেয়ে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মানিক মিয়া বলেন, পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়না তদন্তে দু’টি লাশ পরিবারের হাতে তুলে দেয়া হয়েছে।


আরো সংবাদ



premium cement
আওয়ামী লীগকে বর্জন করতে হবে : ডা: ইরান আমরা একটা পরাধীন জাতিতে পরিণত হয়েছি : মেজর হাফিজ তরুণীর লাশ উদ্ধারের পর প্রেমিকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা ভিয়েনায় মুসলিম বিশ্বের রাষ্ট্রদূতদের ইফতারে ইসলামিক রিলিজিয়াস অথোরিটি আমন্ত্রিত এবার বাজারে এলো শাওমির তৈরি বৈদ্যুতিক গাড়ি সকল কাজের জন্য আল্লাহর কাছে জবাবদিহিতার অনুভূতি থাকতে হবে : মাওলানা হালিম বিএনপি জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য রাজনীতি করে : ড. মঈন খান সাজেকে পাহাড়ি খাদে পড়ে মাহিন্দ্রচালক নিহত জমি রেজিস্ট্রি করে না দেয়ায় বাবার কবরে শুয়ে ছেলের প্রতিবাদ ইসরাইলি হামলায় গাজায় আরো ৭১ জন নিহত পানছড়ি উপজেলায় চলমান বাজার বয়কট স্থগিত ঘোষণা

সকল