১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

বাজিতপুরে একই পরিবারের ৩ জনসহ আরো ৬ জন করোনায় আক্রান্ত

-

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় সর্বশেষ নমুনা পরীক্ষার রিপোর্টে নতুন করে একই পরিবারের তিনজনসহ ছয়জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত ২৬ মে পাঠানো ১৯ জনের নমুনা রিপোর্টের ফলাফলে এ তথ্য রোববার রাতে পাওয়া যায়।

তাদের মধ্যে ২৬ বছরের এক কিশোরী, ৪০ বছরের এক নারী ও ৪১ বছরের পুরুষসহ ২৫, ২৬ ও ২৮ বছরের তিন যুবক রয়েছেন।

আক্রান্ত একই পরিবারের তিনজনের বাড়ি উপজেলার পৌরসভার আলিয়াপাড়া গ্রামে, ২৬ বছরের কিশোরীর বাড়ি সরারচর ইউনিয়নের আশা সিনেমা হল সংলগ্ন মজলিশপুর গ্রামে, ২৮ বছর বয়সের যুবকের বাড়ি হুমায়ুনপুর ইউনিয়নের আয়নারগ্রুপ গ্রামে ও ৪১ বছরের পুরুষের বাড়ি বাজিতপুর বাজারের কমলা মেডিকেল ফার্মেসি সংলগ্ন এলাকায়।

এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৯ জনে। আক্রান্ত ২৯ জনের মধ্যে গত ১৯ মে একই পরিবারের চারজন আক্রান্তের রিপোর্ট আসে। আক্রান্ত পরিবারটির গৃহকর্তা (৬০) ইতিমধ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তাছাড়া উপজেলার ছয়জন স্বাস্থ্যকর্মী করোনা মুক্ত হয়েছেন।

বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক (আরএমও) ও রোগ নিয়ন্ত্রণ (এমওডিসি) কর্মকর্তা ডা: শাওন বিষয়টির সত্যতা নিশ্চিত করে সোমবার নয়া দিগন্তকে বলেন, বাজিতপুর উপজেলায় গত ২৬ মে পাঠানো ১৯ জনের নমুনা রিপোর্টে একই পরিবারের তিনজনসহ ছয়জনের পজেটিভ আসায় আক্রান্তদের পরিবারের অন্যান্য সদস্যের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হবে।


আরো সংবাদ



premium cement