২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

সোনারগাঁওয়ে করোনা আক্রান্ত ব্যক্তির লাশ দাফন করলেন ইউএনও

সোনারগাঁওয়ে করোনা আক্রান্ত ব্যক্তির লাশ দাফন করলেন ইউএনও
স্থানীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার স্বেচ্ছাসেবক টিমকে সাথে নিয়ে লাশ দাফন করছেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইদুল ইসলাম। - নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে করোনায় আক্রান্ত হয়ে শামীম ভূইয়া (৪৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার সাদিপুর ইউনিয়নের হলদাবাড়ি গ্রামে ওই ব্যক্তির মৃত্যু হয়। এর আগেও আরও ৬ জন করোনা উপসর্গ নিয়ে মারা যান। পরে তাদের করোনা পরীক্ষায় ফলাফল পজেটিভ আসে। এ নিয়ে সোনারগাঁওয়ে করোনায় ৭ জন মারা যান।

এদিকে বৃহস্পতিবার রাতে খবর পেয়ে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইদুল ইসলাম সাদিপুর হলদাবাড়ি গিয়ে স্বেচ্ছাসেবকদের নিয়ে নিজ হাতে মৃত শামীমের লাশ দাফনের ব্যবস্থা করেন।

এলাকাবাসী জানায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের হলদাবাড়ি এলাকার নুর রহমান ভূইয়ার ছেলে শামীম ভূইয়া কয়েকদিন ধরে জ্বর কাশি ও ঠাণ্ডায় ভুগছিলেন। গত ৩ দিন আগে শামীম ভূইয়ার করোনার নমুনা নিয়ে আসেন সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা। নমুনা সংগ্রহের পর নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে পাঠানো হলে তার রির্পোটে করোনা পজেটিভ আসে। বৃহস্পতিবার বিকেলে তার শ্বাস কষ্ট বেড়ে গিয়ে তিনি মারা যান। খবর পেয়ে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইদুল ইসলাম শামীমের বাড়িতে হাজির হন। এ ছাড়া স্থানীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার স্বেচ্ছাসেবক টিমও হাজির হয়। পরে ইউএনও নিজে শামীমের লাশ দাফনের সম্পন্ন করেন।

সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইদুল ইসলাম জানান, করোনায় আক্রান্ত হয়ে ওই ব্যক্তি মারা যান। মৃত্যু সংবাদ পাওয়ার পর ওই বাড়িতে গিয়ে স্বেচ্ছাসেবকদের নিয়ে নিজ হাতে ওই ব্যক্তির লাশ দাফন করেছি।


আরো সংবাদ



premium cement