১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

ফরিদপুরে করোনার উপসর্গ নিয়ে তরুণের মৃত্যু

-

ফরিদপুরে করোনার উপসর্গ নিয়ে এক তরুণের মৃত্যু হয়েছে। বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে ফরিদপুর শহরের আলীপুরস্থ আলাউদ্দিন খাঁ সড়কে অবস্থিত নিজ বাড়িতে মারা যান ওই তরুণ । ওই তরুণের বয়স ৩২। তিনি এলপি গ্যাসের একজন ব্যবসায়ী। কিছুদিন আগে তিনি বিয়ে করেছেন।

ওই তরুণের স্বজনদের সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে ওই তরুণ জ্বর, গলা ব্যথা ও পাতলা পায়খানাজনিত সমস্যায় ভুগছিলেন।

ফরিদপুরের বিএমএ’র সভাপতি ডা. আসম জাহাঙ্গীর চৌধরী বলেন, ওই তরুণ করোনা ভাইরাসজনিত উপসর্গ নিয়ে মারা গেছেন, এলাকাবাসীর নিকট থেকে এ জাতীয় তথ্য পাওয়ার পর ফরিদপুরের সিভিল সার্জনকে তার (তরুণের) শরীর থেকে নমুনা সংগ্রহের জন্য পরামর্শ দেয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের সিভিল সার্জন মো. সিদ্দিকুর রহমান বলেন, বুধবার বিকেলে ওই তরুণের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। বৃহস্পতিবার ফরিদপুর মেডিকেল কলেজে স্থাপতি করোনা শনাক্তকরণ ল্যাবে তার উপাত্ত পরীক্ষার জন্য পাঠানো হবে। তিনি বলেন, ওই প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে ওই তরুণ করোনাভাইরাসজনিত কভিট-১৯ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন কিনা।

 


আরো সংবাদ



premium cement