২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

মির্জাপুরে একই পরিবারে ৫ জন করোনায় আক্রান্ত

-

টাঙ্গাইলের মির্জাপুরে নতুন করে ছয়জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে এক পরিবারেরই পাঁচজন। এ নিয়ে উপজেলা মোট শনাক্ত হলো ৩০ জন করোনা রোগী। এ তথ্য নিশ্চিত করেন মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত ১৯ মে পাঠানো ২০ জনের নমুনা থেকে ৫ জন, ২১ মে পাঠানো ১৫ জনের নমুনা থেকে একজনের করোনা শনাক্ত হয়েছে। তবে ২৩ মে পাঠানো সাতজনের নমুনাই নেগেটিভ।

নতুন করে করোনা শনাক্তদের মধ্যে উপজেলার লতিফপুর ইউনিয়নের একই পরিবারের পাঁচজন। এদের মধ্যে একজনের বয়স চল্লিশের বেশি এবং একজনের বয়স ২০ বছর। বাকি তিনজনের বয়স ৩৫, ২৮ ও ২৭ বছর। শনাক্ত অন্য জনের বাড়ি উয়ার্শী ইউনিয়নে। তার বয়স ৪০ বছর।

লতিফপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন বলেন, একই পরিবারের পাঁচজনের করোনার সংবাদে এলাকার মানুষ আতঙ্কিত। আমরা মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিচ্ছি।

মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকতা আব্দুল মালেক জানান, নতুন শনাক্তদের বাড়ি লকডাউন করা হয়েছে।


আরো সংবাদ



premium cement