২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

সিরাজদিখানে স্প্রে ও বাজার ধৌতকরণ কার্যক্রম

সিরাজদিখানে স্প্রে ও বাজার ধৌতকরণ কার্যক্রম -

মুন্সীগঞ্জের সিরাজদিখানে মধ্যপাড়া ইউনিয়নের সকল বাজার, যানবাহন ও ব্যবসা প্রতিষ্ঠানে জীবাণুনাশক স্প্রে এবং বাজার ধুয়ে পরিস্কার করেছেন মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী আব্দুল শেখ করিম।

করোনার সংক্রমণ ঠেকাতে মঙ্গলবার সকাল ১০টা থেকে এই সেবামূলক কার্যক্রম শুরু করা হয়।

হাজী আব্দুল শেখ করিম বলেন, যতোদিন করোনার প্রভাব থাকবে ততোদিন আমাদের এই কার্যক্রমও অব্যাহত থাকবে। পাশাপাশি সচেতনতামূলক প্রচারণা চলবে। যাতে করে সরকারি নির্দেশনা মেনে জনগণ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যায়।

সকালে মালখানগর চৌরাস্তা থেকে শুরু করে তেলিপাড়া সারকারি প্রাথমিক বিদ্যালয় ও গুদারা ঘাট, মধ্যাপাড়া বাজার, আদাবাড়ি বাজার, নয়া বাড়ি ও ধামালিয়া বাজাসহ ৯টি ওয়ার্ডের বিভিন্ন বাজার ও রাস্তা ধুয়ে জীবাণুনাশক স্প্রে করা হয়।

জীবাণুনাশক ওষুধ স্প্রে ও বাজার ধৌত করার সময় উপস্থিত ছিলেন, মালখানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমান মৃধা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রাজু আহমেদ, মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ সদস্য আবু বক্কর, ওমর ফারুখ, শাহাবুদ্দিন খান, মহাবুবুল ইসলাম, রনি রায়, মো. আমির, মাসুদ কাল, তাহের কাল প্রমুখ।


আরো সংবাদ



premium cement