১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

করোনায় নিহতের পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করলেন ইউএনও

-

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে করোনায় আক্রান্ত হয়ে নিহত ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করলেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুল ইসলাম।

সোমবার সকালে ঈদের নামাজ শেষে ইউএনও মো. সাইদুল ইসলাম করোনায় নিহত ৫ পরিবারের বাড়িতে ছুটে যান। সাথে তিনি তার বাসা থেকে ৫ পরিবারের জন্য রান্না করা খাবার নিয়ে যান।

সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার মো. সাইদুল ইসলাম বলেন, করোনায় আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তাদের পরিবারের পাশে কেউ নেই। অনেকে আতংকে তাদের পরিবারের সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। এ মুহূর্তে তাদের ঘরে ঘরে কান্নার রোল। অমানবিক আচরণ করছে অনেকে।

তিনি আরো বলেন, তাদের সাথে ঈদ উল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে বাড়িতে গিয়ে সান্ত্বনা দিয়ে একটু হলেও দুঃখ কমানোর চেষ্টা করেছি।

করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া আনিসুর রহমান দানেশের ভাই কবির হোসেন বলেন, সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার মো. সাইদুল ইসলাম স্যার একজন মানবিক ব্যক্তি। ঈদের দিনে নিজের পরিবারের কথা চিন্তা না করে পরিবার ফেলে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া পরিবারের পাশে রান্না করা খাবার নিয়ে ছুটে এসেছেন।


আরো সংবাদ



premium cement