১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

হোম কোয়ারেন্ট অমান্যকারীদের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন

হোম কোয়ারেন্ট অমান্যকারীদের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন - সংগৃহীত

টাঙ্গাইলের নাগরপুরে করোনা সংক্রমণ রোধে সরকারি নির্দেশ অমান্যকারীদের জন্য অস্থায়ী প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হয়েছে। উপজেলার মহিলা অনার্স বিশ্ববিদ্যালয় কলেজে এ কোয়ারেন্টাইন সেন্টার ব্যবহার করার জন্য নির্বাচন করেছেন উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগ ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোকনুজ্জামান খান ওই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টারটি ইতোমধ্যে পরিদর্শন করেছেন। প্রাতিষ্ঠানিক ওই হোম কোয়ারেন্টাইনে ডাক্তার, নার্স ও বাবুর্চিসহ সকল সুযোগ-সুবিধা থাকবে বলেও জানা গেছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম জানান, উপজেলায় যারা হোম কোয়ারেন্টাইন মানবে না তাদেরকে এই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হবে। এখানে যাদের রাখা হবে তারা নিজের ইচ্ছে মতো চলাফেরা করতে পারবেন না। প্রায় অর্ধশতাধিক শয্যা ব্যবহার উপযোগী করে সেন্টারটি খুব শীঘ্রই উদ্বোধন করা হবে।


আরো সংবাদ



premium cement