১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪২৯, ০৮ রমজান ১৪৪৫
`

মৃত ব্যক্তির শরীরে মেলেনি করোনা, হাসপাতাল লকডাউন প্রত্যাহার

-

কিশোরগঞ্জের কটিয়াদীতে করোনার লক্ষণ নিয়ে মারা ব্যক্তির শরীরে করোনাভাইরাসের জীবাণু না মেলায় রেনেসাঁ ডায়গনস্টিক অ্যান্ড হাসপাতাল থেকে তুলে নেয়া হয়েছে লকডাউন। বৃহস্পতিবার দুপুরে করোনার পরীক্ষার রিপোর্ট জানা যায় বলে জানিয়েছেন কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: তানভীর হাসান।

তিনি জানান, নিহত ওই ব্যক্তির নাম সুমন আকন্দ (৩০)। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না। যদিও শ্বাসকষ্টজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

এর আগে ওই ব্যক্তি করোনায় আক্রান্ত ছিলেন কিনা, তা নিশ্চিত হতে তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয় পরীক্ষার জন্য তা ঢাকায় পাঠানো হয়।

এদিকে ওই রিপোর্ট হাতে পাওয়ার পর কটিয়াদী রেনেসাঁ ডায়গনস্টিক অ্যান্ড হাসপাতালটি লকডাউন প্রত্যাহার করে নিয়েছে স্থানীয় প্রশাসন।

কর্মকর্তা ডা: তানভীর দৈনিক নয়া দিগন্তকে বলেন, করোনা উপসর্গ নিয়ে ওই ব্যক্তি মারা যাওয়ার পর ওই হাসপাতালটি লকডাউন ঘোষণা করা হয়েছিল। আইইডিসিআর থেকে নমুনা পরীক্ষার ফলাফল জানার পর বৃহস্পতিবার সন্ধ্যায় ওই এলাকার লকডাউন প্রত্যাহার করে নেওয়া হয়েছে।


আরো সংবাদ



premium cement