১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

নাগরপুরে করোনা উপসর্গে চিকিৎসকসহ ৯ জনের নমুনা সংগ্রহ

নাগরপুরে করোনা উপসর্গে চিকিৎসকসহ ৯ জনের নমুনা সংগ্রহ - সংগৃহীত

টাঙ্গাইলের নাগরপুরে করোনাভাইরাসের উপসর্গ থাকায় চিকিৎসকসহ নয়জনের নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। বুধবার দুপুরে তাদের নমুনা সংগ্রহ করা হয়। ওই নয়জন উপজেলার সদর, ভাদ্রা, মামুদনগরসহ বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা।

মেডিকেল টিম তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠিয়েছিল। কোভিড-১৯ পরীক্ষার সাতজনের রির্পোট নেগেটিভ। বাকি দুইজনের রির্পোট এখনো দেয়া হয়নি। এর মধ্যে একজন চিকিৎসক ও একজন নার্স।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রোকুনুজ্জামান খান নয়া দিগন্তকে বলেন, করোনায় আক্রান্ত নয় তবে করোনা উপসর্গ আছে এমন নয়জনের নমুনা পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজন শিশু, একজন বৃদ্ধ ও বাকিরা মধ্য বয়সী। সবাইকে পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

উপজেলা নিবার্হী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম কোভিড-১৯ পরীক্ষায় সাতজনের রির্পোট নেগেটিভ এসেছে নিশ্চিত করে নয়া দিগন্তকে বলেন, করোনা উপসর্গ আছে এমন ব্যক্তিদের নমুনা সংগ্রহ চলমান থাকবে।


আরো সংবাদ



premium cement