২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

ফরিদপুরের সাথে অন্য জেলার যোগাযোগ বন্ধ

- সংগৃহীত

করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে ফরিদপুর জেলার সাথে অন্য জেলার সব ধরনের পরিবহন যোগাযোগ বন্ধ করা হয়েছে। ফরিদপুর জেলা প্রশাসন কর্তৃক মঙ্গলবার দুপুরে জারি করা এক নতুন গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জেলা প্রশাসক অতুল সরকার স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ‘করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় প্রশাসনের অনুমতি ব্যতিরেকে কোনো প্রকার যানবাহন এ জেলা হতে বাইরে যাবে না এবং বাইরে থেকে এ জেলায় প্রবেশ করবে না।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘অতি অত্যাবশ্যকীয় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দোকান সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত খোলা থাকবে। অন্যান্য সব দোকানপাট, সাপ্তাহিক হাট, প্রতিষ্ঠান এবং গণপরিবহন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। তবে ওষুধের দোকান, চিকিৎসা প্রতিষ্ঠান যথারীতি খোলা থাকবে।’

নতুন গণবিজ্ঞপ্তিটি মেনে চলার অনুরোধ জানিয়ে জেলা প্রশাসক অতুল সরকার বলেন, আইন অমান্যকারীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement