২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

টাঙ্গাইলে অর্ধশত নমুনার মধ্যে ২২ জনের ফলাফল নেগেটিভ

টাঙ্গাইলে অর্ধশত নমুনার মধ্যে ২২ জনের ফলাফল নেগেটিভ - সংগৃহীত

করোনাভাইরাসে সংক্রমিত কিনা তা পরীক্ষার জন্য টাঙ্গাইলের বিভিন্ন উপজেলা থেকে মোট ৫০ জনের নমুনা সংগ্রহ করে ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়েছে। এরমধ্যে ১৮ জনের নমুনা সংগ্রহ করা হয় সোমবার সকালে। এই ৫০ জনের মধ্য থেকে এখন পর্যন্ত ২২ জনের রিপোর্ট হাতে পেয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এদের সবার ফলাফল নেগেটিভ এসেছে। এছাড়া জেলায় আইসোলেশনে রয়েছেন তিনজন।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান জানান, সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে ৫০ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। এর মধ্যে ২২ জনের ফলাফল পাওয়া গেছে। সবগুলোর ফলাফল নেগেটিভ এসেছে। অর্থাৎ তাদের কেউ করোনাভাইরাসে আক্রান্ত নন। বাকি রিপোর্টগুলো খুব তাড়াতাড়ি পাওয়া যাবে। জেলার প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে করোনাভাইরাস শনাক্তের জন্য নমুনা সংগ্রহ করা হচ্ছে। টাঙ্গাইলে বর্তমানে ৮৯ জন প্রবাসী হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

এ ছাড়া টাঙ্গাইল জেনারেল হাসপাতালসহ জেলায় মোট ১২টি আইসোলেশন ইউনিট খোলা হয়েছে বলে তিনি উল্লেখ করেন


আরো সংবাদ



premium cement