২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

রাতের আঁধারে অসহায়দের ঘরে খাবার পৌঁছে দিলেন ওসি

রাতের আঁধারে অসহায়দের ঘরে খাবার পৌঁছে দিলেন ওসি - ছবি: নয়া দিগন্ত

প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কার্যত লকডাউনে রয়েছে টাঙ্গাইল তথা পুরো দেশ। চলছে সাধারণ ছুটি। ফলে কর্মহীন হয়ে পড়েছেন খেটে খাওয়া মানুষগুলো। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য এই মন্ত্রে ব্রত হয়ে তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অনেকেই। সরকারি-বেসরকারি উদ্যোগেও দেয়া হচ্ছে ত্রাণ।

তবে একেকজনের সহায়তা করার ধরণ একেক রকম। কেউ দিচ্ছেন প্রকাশ্যে; আবার কেউ গোপনে। এরই ধারাবাহিকতায় টাঙ্গাইল মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন নিজ উদ্যোগে রাতের আঁধারে নিরবে দান করছেন অসহায়, দরিদ্র ও কর্মহীন মানুষদের। তিনি নিজে তাদের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন।

শনিবার রাতে ওসি মীর মোশারফ হোসেন ছুটে যান টাঙ্গাইল সদর উপজেলার বেলটিয়াবাড়ী এলাকায়। সেখানে আইটিসিএল’র পরিত্যক্ত জায়গায় একটি ছাপড়া ঘর তুলে থাকেন আসমা বেগম নামে ৭০ বছর বয়সের এক বৃদ্ধা। মীর মোশারফ হোসেন তার ঘরে পৌঁছে দেন খাদ্য সামগ্রী। পাশের আরেক ঘরেও একইভাবে ত্রাণ বিতরণ করেন তিনি। এভাবে টাঙ্গাইল সদর উপজেলার দেওলা, বেলটিয়াবাড়ী ও কান্দিলা গ্রামের কয়েকটি পরিবারের মধ্যে চাল, ডাল, তেল, পেয়াজসহ খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।

টাঙ্গাইল মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন বলেন, করোনাভাইরাসের কারণে কর্মজীবী মানুষ কাজ করতে পারছেন না। প্রধানমন্ত্রী এসব মানুষের পাশে থাকতে নির্দেশ দিয়েছেন। তাই নিজ উদ্যোগে যতটুকু সম্ভব তাদের পাশে দাঁড়িয়েছি।

দিনেরবেলা ত্রাণ দিতে গেলে মানুষের মধ্যে হুড়োহুড়ি বেধে যায়। তখন সামাজিক দূরত্ব বজায় রাখা কঠিন হয়ে পড়ে। এছাড়া তাতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ারও আশঙ্কা থাকে। তাই রাতের বেলা নীরবে বাড়ি গিয়ে ত্রাণ পৌঁছে দেয়ার চেষ্টা করছি।

এভাবে সবাই এগিয়ে এলে মানুষের কষ্ট কমে যাবে বলে মন্তব্য করেন তিনি।


আরো সংবাদ



premium cement

সকল