২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

কাপাসিয়ায় জ্বর-শ্বাসকষ্টে গৃহবধূর মৃত্যু, নমুনা পরীক্ষার দাবী এলাকাবাসীর

কাপাসিয়ায় জ্বর-শ্বাসকষ্টে গৃহবধূর মৃত্যু, নমুনা পরীক্ষার দাবী এলাকাবাসীর - ছবি : সংগৃহিত

গাজীপুরের কাপাসিয়ায় জ্বর, শ্বাসকষ্ট, গলা ও শরীরে ব্যাথা জনিত সমস্যায় দু’সন্তানের জননী এক গৃহবধূর (২৫) মৃত্যু হয়েছে। সোমবার উপজেলার তরগাঁও খন্দকার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্রতিবেশী ও এলাকাবাসী মরহুমের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার দাবী জানিয়েছেন। তবে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা দাবী করেছেন, তিনি ৩ বছর যাবত শ্বাসকষ্টে ভুগছিলেন এবং নিয়মিত কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন।

মরহুমের পরিবার ও প্রতিবেশীরা জানান, তিনি গত ৭ দিন যাবত শ্বাসকষ্ট, জ্বর, গলা ও শরীর ব্যাথায় ভুগছিলেন। গত ৭ দিন আগে বাড়ির পাশে ছাগল চড়ানোর পর থেকে তিনি জ্বরে আক্রান্ত হন।

বাড়ির লোকজন জ্বিন ভুতের কুদৃষ্টি হয়েছে সন্দেহ করে কবিরাজি চিকিৎসা করান। গত ৩ দিন যাবত জ্বরের পাশাপাশি গলা ও শরীর ব্যাথা শুরু হয়। ব্যাথায় তীব্রতায় তিনি মাঝে মাঝে চিৎকার চেচামেচি করতেন। তিনি স্বামী সন্তানসহ নিজ বাড়ির দ্বিতল ভবনের দ্বিতীয় তলায় থাকতেন। পরিবার ও প্রতিবেশীরা নিহতের করোনা সংক্রান্ত পরীক্ষার নমুনা সংগ্রহের দাবী করেছেন।

এ ব্যাপারে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুস ছালাম সরকার জানান, নিহতের ৩ বছর আগে থেকেই শ্বাসকষ্ট ছিল। কিন্তু কোনো জ্বর বা অন্যান্য লক্ষণ ছিল না। হাসপাতালে নিয়মিত চিকিৎসা গ্রহণ করেছেন। শেষদিকে তিনি হাসপাতালে যোগাযোগ করেননি। করোনা সংক্রান্ত কোনো লক্ষণ ওই নারীর ছিল না। বেঁচে থাকাকালীন তার সাক্ষাতকারও নিয়েছি আমরা। তারপরও প্রতিবেশীদের দাবীর প্রেক্ষিতে নিহতের স্বামীর করোনা সংক্রান্ত নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। ওই বাড়িসহ পাড়ার কয়েকটি বাড়ি লকডাউনের পরামর্শ দেয়া হয়েছে।

কাপসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাম্মত ইসমত আরা বলেন, চিকিৎসকেরা জানিয়েছেন নিহতের করোনা সংক্রান্ত কোনো লক্ষণ ছিল না। তার শ্বাসকষ্টের সাথে হার্টেরও সমস্যা ছিল। নিহতের দাফনের জন্য পরিবারকে বলা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় নির্দেশনা পালনে পুলিশ রয়েছে ঘটনাস্থলে। নিহতের স্বামীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। যদি করোনা পজিটিভ পাওয়া যায় তা হলে ওই বাড়িসহ আশপাশের বাড়িগুলো লকডাউন করা হবে।


আরো সংবাদ



premium cement
চীনা কোম্পানি বেপজা অর্থনৈতিক জোনে ১৯.৯৭ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মৃত মায়ের গর্ভে জন্ম নিলো নতুন প্রাণ দুই ভাইকে পিটিয়ে হত্যার প্রতিবাদ সমাবেশে কেউ মারা যায়নি : পুলিশ সুপার হামাসকে কাতার ছাড়তে হবে না, বিশ্বাস এরদোগানের জাহাজভাঙা শিল্পে শ্রমিক নিরাপত্তার উদ্যোগ ভালো লেগেছে : সীতাকুন্ডে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ১০ দেশের অংশগ্রহণে সামরিক মহড়া শুরু করল আরব আমিরাত গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের পর ২ হাজার ফিলিস্তিনি নিখোঁজ ৯ বছর পর সৌদি আরবে আসছে ইরানি ওমরা কাফেলা দুই ভাইকে পিটিয়ে হত্যা : প্রতিবাদ সমাবেশে পুলিশের হামলার নিন্দা হেফাজতে ইসলামের ভর্তি পরীক্ষায় জবিতে থাকবে ভ্রাম্যমাণ পানির ট্যাংক ও চিকিৎসক মিয়ানমার থেকে ফেরত আসা বাংলাদেশীরা কারা?

সকল