২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

করোনা সংক্রমণ রোধে পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

করোনা সংক্রমণ রোধে পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ - সংগৃহীত

রাজধানী ঢাকায় কেউ ঢুকতে ও বাইরে যেতে পারবে না পুলিশের এমন ঘোষণার পর টুরিয়া-দৌলতদিয়া নৌরুটে অনিদৃষ্টকালের জন্য ফেরি সার্ভিস বন্ধ করেছে কর্তৃপক্ষ। তবে ফেরি সংস্থার কর্মকর্তারা জানান, দুটি ফেরিযোগে জরুরী যানবাহন পারাপার হচ্ছে। এতে উভয় ঘাটে পারের অপেক্ষায় থাকা যানবাহনের সারি ক্রমেই দীর্ঘ হচ্ছে। আটকা পড়া যানবাহন মালিক-শ্রমিকরা পড়েছে বিপাকে।

ফেরি সংস্থা বিআইডব্লিউটিসি আরিচা অফিস সূত্রে জানা গেছে, চলমান করোনাভাইরাস সংক্রমণে দেশব্যাপি গণপরিবহন বন্ধ ঘোষণার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে সীমিত আকারে ফেরি চলাচল করে। যাতে অতি জরুরী যানবাহন পারাপার হয়ে আসছে। ঢাকায় ঢোকা ও বাইরে যাওয়ার নিষেধাজ্ঞা জারির পর এ ঘাটে যানবাহনের চাপ আরোও বৃদ্ধি পেয়েছে।

সংস্থার অপর একটি সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় এরুটে বিভিন্ন ধরণের প্রায় দুই হাজার ৭০০ যানবাহন পারাপার হয়েছে। রোববার সন্ধায় এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয় ঘাটে প্রায় দেড় হাজার যানবাহন পারের অপেক্ষায় ছিল।


আরো সংবাদ



premium cement