১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

হতদরিদ্রদের ইলিশও উপহার দিলেন মিঠু মিয়া

হতদরিদ্রদের ইলিশও উপহার দিলেন মিঠু মিয়া -

সমাজের একেবারেই হতদরিদ্র বিপদাপন্ন মানুষের মাঝে নিত্যপণ্যের সাথে একটি করে ইলিশমাছ উপহার দিলেন ফরিদপুরের তরুণ ব্যবসায়ী মোঃ মিঠু মিয়া। আজ শনিবার দুপুরে শহরের আলিপুর নিজ মালিকানাধীন নবাব টাওয়ারের সামনে আশেপাশের শতাধিক পরিবারের মাঝে তিনি ব্যতিক্রমী এ ত্রাণ সহায়তা করেন। ইলিশ ছাড়াও তিনি ৫ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি আটা, ১ কেজি আলু ও আধা কেজি ডাল প্রদান করেন তিনি।
মিঠু মিয়া বলেন, করোনা ভাইরাসের কারণে কর্মহীন এসব হতদরিদ্র মানুষ হয়তো কোনভাবে চালডাল পাচ্ছে কিন্তু তারা অনেকে হয়তো অর্থাভাবে ৬ মাসেও এক টুকরো ইলিশ মাছ খেতে পারেনি। তাদের এই অসহায়ত্বের কথা বিবেচনা করেই নিত্য পণ্যের সাথে ইলিশ মাছ দেওয়া হয়।

এদিকে, ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দিকুর রহমান জানান, বর্তমানে ফরিদপুরে ৩৫২ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। এ পর্যন্ত ১৭১৭ জনকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছিলো। এদের মধ্যে ১৩৭৫ জনের হোম কোয়ারেন্টাইনের সময়সীমা অতিক্রান্ত করেছে।

এদিকে, ফমেক হাসপাতালে বর্তমানে আইসোলেশনে কোন রোগী নেই বলে জানান হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমান।


আরো সংবাদ



premium cement