২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

গজারিয়ায় বৈঠার আঘাতে জেলে নিহত

গজারিয়ায় বৈঠার আঘাতে জেলে নিহত - সংগৃহীত

গজারিয়া উপজেলার মেঘনা নদী এলাকায় জাল ফেলাকে কেন্দ্র করে বৈঠার আঘাতে ইন্দ্রজিৎ দাস (৩৫) এক জেলে নিহত হয়েছেন। শুক্রবার এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে গজারিয়া থানা পুলিশ। নিহত ব্যক্তির নাম। সে হবিগঞ্জের মুড়াকুড়ি লাখাই গ্রামের শ্রীচরণ দাসের ছেলে।

বিভিন্ন সূত্র থেকে জানা যায়, শুক্রবার সকাল ৭টার সময় গজারিয়া থানার চর বলাকি এলাকায় মেঘনা নদীতে ছোট নৌকা যোগে মাছ ধরার জাল ফেলার জায়গা নিয়ে জেলে ইন্দ্রজিৎ দাস (৩৫ ও পিন্টু দাসের (৪২) মধ্যে তর্কবিতর্ক হয়। এর মধ্যে দুইটি নৌকায় দুইজনই ছিল।

এক পর্যায়ে পিন্টু দাস তার হাতের বৈঠা দিয়ে ইন্দ্রজিৎ এর বাম পাশের কান বরাবর মাথায় আঘাত করিলে ইন্দ্রজিৎ নদীতে পড়ে যায়। ডুবুরি দল দুপুর আনুমানিক ১২ টায় তার মৃত দেহ নদী থেকে উদ্ধার করে। পিন্টু দাসসহ নৌকা আটক করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

এ ব্যাপারে গজারিয়া থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিয়মিত মামলার প্রস্তুতি চলছে, ঘটনায় জড়িত আসামী গ্রেফতার আছে।


আরো সংবাদ



premium cement