২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

বালিয়াকান্দিতে এখন বাড়িতে বাড়িতে সেলুন

-

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বন্ধ হয়ে গেছে সব দোকান পাট। বাদ যায়নি সেলুনও। ফলে যুবক, শিশু এবং বৃদ্ধরাও রয়েছে অনেকটা বাড়িতেই। তাই রাজবাড়ীর বালিয়াকান্দিতে এখন সেলুন মালিকরা বাড়িতে বাড়িতে গিয়ে চুল, দাড়ি কামাইয়ের কাজ করছেন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার নারুয়া ইউনিয়নের চরঘিকমলা সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকায় দেখা যায়, দুরত্ব বজায় রেখে বসে আছে কয়েকজন। পাশেই টুলে বসে চুল কাটা হচ্ছে। যার হয়ে যাচ্ছে দ্রুতই চলে যাচ্ছে।

চুল কাটাতে আসা কয়েকজন জানালেন, এখানে শুধু একটি বাড়ির লোকজন চুল কাটছে। অন্য বাড়ির লোকজন এলে বলে দেয়া হচ্ছে, তোমার বাড়িতে গিয়ে চুল কেটে দিয়ে আসবে। এখানে ভিড় করার দরকার নেই।

নারুয়া বাজারের সেলুন মালিক প্রশান্ত জানালেন, বাজারে সেলুন বন্ধ হয়ে যাওয়ার কারণে ও জনসমাগম এড়িয়ে চলতে বাড়িতে বাড়িতে গিয়ে চুল ও দাড়ি কামাইয়ের কাজ করছি। এর ফলে কোনো জনসমাগম সৃষ্টি হবে না। প্রতিদিনই এক এক গ্রামে যাচ্ছি। এতে মানুষের যেমন উপকার হচ্ছে তেমনি সরকারি নিয়ম মানা হচ্ছে।


আরো সংবাদ



premium cement